সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত ৫ জন ঢামেক হাসপাতালে
Published: 8th, February 2025 GMT
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় এলাকাবাসীর হামলায় আহতদের মধ্যে পাঁচ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে আহতদেরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তারা হলেন—সৌরভ (২২), ইয়াকুব (২৪), হাসান (২২), কাশেম (১৭) ও শুভ শাহরিয়ার (১৬) ।
আহত সৌরভের বন্ধু পিয়াস বলেছেন, “গতকাল রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা গাজীপুর নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় আ খ ম মোজাম্মেল হকের বাসায় যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে আমার বন্ধুসহ অনেকেই আহত হন। তাদের মধ্যে পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।”
আহত শুভ শাহরিয়ারের বাড়ি গাজীপুরের সাইনবোর্ডের কামারজুরিতে, ইয়াকুবের বাড়ি গাজীপুরের গাছা থানাধীন শরিফপুর গ্রামে, সৌরভের বাড়ি টঙ্গি পূর্ব থানার মধুমিতা রোডে, কাশেমের বাড়ি গাছা থানাধীন আল হেরা পেট্রোল পাম্প এলাকায় এবং হাসানের বাড়ি জয়দেবপুর থানাধীন জোড়া পুকুর এলাকায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেছেন, “গাজীপুর থেকে আহত অবস্থায় পাঁচ জনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তাদেরকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।”
ঢাকা/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব