ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চাকরি ফেরত চান ৫৪৫ জন
Published: 9th, February 2025 GMT
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি থেকে চাকরিচ্যুত বিভিন্ন পদের ৫৪৫ জন পুনর্বহালের দাবি জানিয়েছেন। রোববার চাকরি ফেরতের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, কোনো বিধি অনুসরণ না করে বিনা কারণে ৫৪৫ জনকে চাকরিচ্যুতের নোটিশ ধরিয়ে দেয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এটি কর্মচারীর সঙ্গে চরম অন্যায় ও অবিচারের শামিল। পরিবার-পরিজন নিয়ে আমরা কষ্টে আছি। এ অবস্থায় ১৫ দিনের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ পুনরায় আমাদের স্ব-পদে পুনর্বহাল না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সংম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমতিয়াজ মাহমুদ। উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, গাজী আবু বক্কার ফাহিম, আবু তালেব, হেলাল উদ্দিন প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে ১৫ দফা দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত