ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার থেকে গতকাল রোববার পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১ হাজার ৯০০ কেজি সয়াবিন তেল, পরিত্যক্ত দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

আজ সোমবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংখ্যা বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো.

মাসুদ আলম।

পরিত্যক্ত দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘দাগী’ দেখতে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা

মাল্টিপ্লেক্স বাড়লেও দেশে কমছে সিঙ্গেল স্ক্রিনের হল। ফলে দেশের অনেক শহরই এখন সিনেমা হলশূন্য। ফলে নতুন সিনেমা মুক্তি পেলেও অনেক শহরের সিনেমাপ্রেমিরাই দেখতে পারছেন না প্রিয় নায়কের সিনেমা। তাই প্রিয় নায়কের সিনেমা দেখতে টাঙ্গাইলের ভূঞাপুরে আফরান নিশোর ভক্তরা নিজ উদ্যোগে প্রিয় নায়কের সিনেমা দেখার ব্যবস্থা করে নিলেন। ঈদে মুক্তি পাওয়া সিনেমা দাগি দেখতেই তারা এই উদ্যোগ নিলেন। 

আগামী ২ মে থেকে ভূঞাপুর স্বাধীনতা কমপ্লেক্সের দোতলায় ৭ দিনব্যাপী প্রদর্শিত হবে আফরান নিশো অভিনীত ‘দাগী’ সিনেমা। ভক্তদের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে আফরান নিশোও এ দিন এখানে উপস্থিত থাকছেন বলে জানা গেছে। 

এখানে প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। প্রতিদিন ৪টি করে শো চলবে। প্রথম শো শুরু হবে বিকেল ৪টা থেকে।

জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে ভালোবেসে গত বছর ‘সুরঙ্গ’ সিনেমার জন্য অস্থায়ী হল নির্মাণ করেছিলেন ভক্তরা। এবারও সেই ভালোবাসা থেকেই ‘দাগী’ সিনেমা প্রদর্শনের জন্য হল নির্মাণ করছেন ওই তরুণরাই।

নিশো ভক্ত তন্ময় বলেন, “আফরান নিশো আমাদের এলাকার সন্তান। তার জন্য আমাদের অগাধ ভালোবাসা। তার অভিনীত সিনেমা ‘দাগী’ দেখার জন্য এখানে যে কর্মযজ্ঞ চলছে, সেটা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ। ভূঞাপুরের মানুষ যেন নিশো ভাইয়ের সিনেমা দেখতে পারে, তার জন্যই এই আয়োজন। আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি সিনেমাটি দেখার জন্য।”

আয়োজক কমিটির সদস্য হাদী চকদার বলেন, “ভূঞাপুরে স্থায়ী হল না থাকলেও আমরা চেয়েছি নিশো ভাইয়ের ‘দাগী’ সিনেমাটি সবাই মিলে একসাথে দেখতে। তিনি আমাদের গর্ব, আমাদের এলাকার সন্তান। তাই এবারও আমরা তাকে দাওয়াত দিয়েছি, এবং তিনি আসছেন — এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।”

ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাটি দারুণভাবে প্রশংসিত হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি। দেশের বাইরওে হচ্ছে প্রশংসিত। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুসহ অনেকেই। 

সম্পর্কিত নিবন্ধ