বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
Published: 10th, February 2025 GMT
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ছাত্র ফাহিম হোসেন (১৬) বগুড়া শহরের ফয়জুল্লাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং শহরের চকফরিদ কলোনির ফরহাদ হোসেনের ছেলে।
ঘটনাটি নিশ্চিত করেছেন বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলে এলাহী। তিনি জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কয়েকজন দুর্বৃত্ত ফাহিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন জানান, কী কারণে কারা স্কুলছাত্র ফাহিমকে হত্যা করেছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। কারণ অনুসন্ধানে ও খুনিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।