নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামীলীগের নেতাকর্মী সহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে ডেভিল হান্ট অভিযানে ২০ জন। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলা এবং বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।


তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত ২০ জন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতরা হচ্ছে, বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার ফতুল্লার থেকে রুবেল (৪৫), সিদ্ধিরগঞ্জ থেকে উপজেলার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন (৩২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সংক্রিয় সদস্য নূর হোসেন কুট্টি (২৫), বন্দর থেকে উপজেলার মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৫২), রূপগঞ্জ থেকে নারায়গঞ্জ জেলা যুবলীগের সক্রিয় কর্মী ইসমাইল হোসেন(৩৪), আড়াইহাজার থেকে আড়াইহাজার পৌরসভা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশীদ (৪৪), সোনারগাও থেকে নারায়ণগঞ্জ জেলা ওলামা লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ সোহান (২৫), সোনারগাঁ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি হাসান (৩২), সোনারগাঁ থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী শফিউর রহমান হিরন (২২), এছাড়াও খাইরুদ্দিন ইমন (২৪) রিফাত হাসান (২০) হোসাইন গাজী (২১) সোহাগ (২২) মোসাদ্দেক হোসেন (২৪)  মোঃ জুয়েল রানা (৩৬) আবু মুছা (৩৮) লিটন (৩২) কামাল উদ্দিন (৫০) মাহাবুব হাসান (৩৮) রাসেল (২৪) কে গ্রেপ্তার ককরা হয়েছে।


এরআগে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভেভিল হান্ট ও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামীলীগের নেতাকর্মীসহ ১৯ জন গ্রেপ্তার হয়। এরমধ্যে আড়াইহাজার থেকে গ্রেপ্তারকৃত ১৩ জনের মধ্যে ১২ জনই সোমবার বিকালে জামিন পেয়ে যায়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ গ র প ত র কর আওয় ম ল গ র ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হ‌ককে থাপ্পড়

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদ্রাসার ছাত্র হাফেজ সোলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি। শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে কড়া নিরাপত্তায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। শুনা‌নি শে‌ষে আদালত থে‌কে বের হওয়ার সময় আইনজীবী‌দের একাংশ আনিসুল হককে চড়-থাপ্পড় দেন। এ সময় পুলিশ নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরে  সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুলিবিদ্ধ হয় ১৯ বছর বয়সী হাফেজ সোলাইমান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা করেন নিহত সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির। 

মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫১ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু
  • নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি
  • জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত
  • কমিউনিষ্ট পার্টির হাফিজের বিরুদ্ধে ইসমাইলের সংবাদ সম্মেলন
  • কারখানার বর্জ্যে মরছে নদ
  • আদালত চত্বরে সাবেক মন্ত্রী আনিসুল হ‌ককে থাপ্পড়