সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার ভেতর থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্য শ্রমিকরা এটিকে হত্যাকাণ্ড দাবি করে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেড কারখানার ৮ম তলার পরিদর্শন কক্ষের ভেতর থেকে শ্রমিক গোলাম মোস্তফার (৪০) মরদেহ উদ্ধার করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছি থানার আরসা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি স্থানীয় একটি বাড়িতে ভাড়া থেকে রেডিয়েন্স কারখানার ফিনিশিং শাখায় কোয়ালিটি ইন্সপেক্টর পদে কাজ করতেন। 

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, মোস্তফা কখন কারখানায় ঢুকেছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। তাই কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছে কারখানার কর্মরত শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা জানান, মঙ্গলবার সকালে কারখানার ভেতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা। তাঁর মৃত্যুর বিষয়টি কারখানায় ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা এটিকে হত্যাকাণ্ড দাবি করে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান করে। শ্রমিকদের ধারণা তাকে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি নুর আলম সিদ্দিকী বলেন, কারখানার ভেতরে ৮ম তলায় পরিদর্শন কক্ষে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ

এছাড়াও পড়ুন:

তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন

নাটক, সিনেমা কিংবা ওয়েব—সব প্ল্যাটফর্মেই তিনি সরব। তবে অনেকেই হয়তো জানেন না, এই অভিনেতা চাকরির ফাঁকে শুটিং করেন। একসঙ্গে দুই জায়গায় মানিয়ে নিতে পারছিলেন না। এ কারণে দু–তিন মাস পরপরই সিদ্ধান্ত নেন, চাকরি ছাড়বেন। তাঁর এই চাকরি ছাড়ার কথা শুনলেই এখন সহকর্মীরা হাসাহাসি করেন। এই অভিনেতার নাম মোস্তফা মন্ওয়ার। আজ তাঁর জন্মদিন।

এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাকরি ছাড়ার কথা তিন-চার মাস পরপর বলবেন—এটা সহকর্মীরা ধরেই নিয়েছেন। কারণ, শুটিংয়ে সময় দিতে হয়। অফিসেও দায়িত্ব পালন করতে হয়।

মোস্তফা মন্ওয়ার বলেন, ‘দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আমি অভিনয় ও চাকরি একসঙ্গে করছি। অনেকবার চেয়েছি চাকরি ছেড়ে শুধু শুটিং শুরু করি। কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। অর্থনৈতিক কারণে অভিনয়কেই শুধু পেশা হিসেবে নিতে পারছি না। চাকরিও ছাড়তে পারছি না। এর আগে চার-পাঁচবার চাকরি ছেড়েছি। কিন্তু আবার চাকরিতেই ফিরতে হয়েছে। ছুটির দিনে পরিবারকে সময় দিতে পারি না। শুটিংয়ে যাই।’

মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন