কারখানায় শ্রমিকের ঝুলন্ত লাশ, সহকর্মীর দাবি হত্যা
Published: 11th, February 2025 GMT
সাভারের আশুলিয়ায় পোশাক কারখানার ভেতর থেকে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্য শ্রমিকরা এটিকে হত্যাকাণ্ড দাবি করে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেড কারখানার ৮ম তলার পরিদর্শন কক্ষের ভেতর থেকে শ্রমিক গোলাম মোস্তফার (৪০) মরদেহ উদ্ধার করা হয়। তিনি নওগাঁ জেলার বদলগাছি থানার আরসা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি স্থানীয় একটি বাড়িতে ভাড়া থেকে রেডিয়েন্স কারখানার ফিনিশিং শাখায় কোয়ালিটি ইন্সপেক্টর পদে কাজ করতেন।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, মোস্তফা কখন কারখানায় ঢুকেছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। তাই কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছে কারখানার কর্মরত শ্রমিকরা।
কারখানার শ্রমিকরা জানান, মঙ্গলবার সকালে কারখানার ভেতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা। তাঁর মৃত্যুর বিষয়টি কারখানায় ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকরা এটিকে হত্যাকাণ্ড দাবি করে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান করে। শ্রমিকদের ধারণা তাকে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি নুর আলম সিদ্দিকী বলেন, কারখানার ভেতরে ৮ম তলায় পরিদর্শন কক্ষে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
অফিসে প্রেম করার আগে জেনে রাখুন
আমরা যাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, তাঁদের দিনের বড় একটি অংশ সহকর্মীদের সঙ্গেই কাটে। আসা–যাওয়া আর ঘুমের সময়টুকু বাদ দিলে দেখা যাবে, পরিবারের সদস্যদের চেয়ে তাঁদের সঙ্গেই কাটছে বেশি সময়। স্বাভাবিকভাবেই সহকর্মীদের সঙ্গে একধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়, তাঁরা হয়ে ওঠেন বন্ধু, মনের কথা ভাগ করে নেওয়ার সঙ্গী। কখনো কখনো এই সম্পর্ক পেশাগত সীমারেখাও ছাড়িয়ে যায়।
প্রশ্ন হলো, সহকর্মীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে এই সীমারেখা কোথায় টানতে হবে? অফিসে বা বাইরে বিপরীত লিঙ্গের সহকর্মীর সঙ্গে কোন কথাটা বলা যাবে, কোন ঠাট্টাটা করা যাবে, মোটের ওপর কতটা মেলামেশা করা যাবে?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বোস্টনে কোল্ডপ্লের কনসার্ট দেখতে গিয়ে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনোমার প্রধান নির্বাহী অ্যান্ডি বায়রন ও সংস্থাটির এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবট। যাঁদের দুজনেরই রয়েছে আলাদা পরিবার। তাঁদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসতেই অফিসের ক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সম্পর্ক কেমন হবে, একটি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের মধ্যের সম্পর্ক নৈতিকতার কোন মানদণ্ড মেনে চলবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সহকর্মীর সঙ্গে কেমন আচরণ করবেন সেসব নিয়ে প্রতিটি ভালো অফিসেই আচরণবিধি থাকে