এক্সব্লেডের নতুন ভার্সনে রয়েছে যেসব ফিচার
Published: 12th, February 2025 GMT
এক্সব্লেডের নতুন সংস্করণ বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে এটি শোরুমে পাওয়া যাচ্ছে। ১৬০ সিসি পিজিএম-এফআই ইউরো ৩ ইঞ্জিনের বাইকটিতে বেশকিছু ফিচার যুক্ত করেছে হোন্ডা। আসুন জেনে নিই সেসব ফিচার।
ইঞ্জিন কিল সুইচ: এ বাইকে যুক্ত করা হয়েছে ইঞ্জিন কিল সুইচ। এর ফলে যানজটে বসে আর চাবি ঘুরিয়ে বাইক বন্ধ করতে হবে না বাইকারদের।
সাইড স্ট্যান্ড ইঞ্জিন স্টপ সুইচ: বাইক স্টার্ট দেওয়ার পরে অনেক সময় সাইড স্ট্যান্ড তুলতে ভুলে যান বাইকাররা। ফলে, দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। এক্সব্লেডের নুতন সংস্করণে সাইড স্ট্যান্ড ইঞ্জিন স্টপ সুইচ যুক্ত করা হয়েছে। যদি সাইড স্ট্যান্ড ডাউন থাকে, তাহলে ইঞ্জিন স্টার্ট হবে না এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর মিটারে দেখানো হবে। ফলে, এটি স্টার্টের সময় বাইকারের নিরাপত্তা নিশ্চিত করে।
ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর: বাইক পড়ে গেলে এই সেন্সরের বদৌলতে ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
স্ট্রিট-টেক ডিজিটাল মিটার: এতে কিছু অ্যাডভান্স ফিচার যুক্ত করা হয়েছে। এসব ফিচারের মধ্যে আছে—এফআই ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, ডিজিটাল ঘড়ি, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ট্রিপ কিলোমিটার এবং জ্বালানি ইন্ডিকেটর।
কোম্পানির দাবি, এক্সব্লেডের নতুন সংস্করণটি আরো বেশি জ্বালানিসাশ্রয়ী। এটি এক লিটার তেলে মাইলেজ দেবে ৬০ কিলোমিটার।
আগের সংস্করণের মতো এটাতেও ব্রেকিংয়ের জন্য রয়েছে পেটাল ডিস্ক। নিরাপত্তার জন্য থাকছে অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম (এবিএস)। হোন্ডার এক্সব্লেড বাইকের দাম ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা।
ঢাকা/শাহেদ/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট