নিজস্ব ক্যাম্পাসের দাবিতে নরসিংদী টেক্সটাইল কলেজের শিক্ষার্থীদের
Published: 12th, February 2025 GMT
নিজস্ব ক্যাম্পাস করাসহ নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেওয়ার দাবি জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল হতে টানা সেখানে অবস্থান করছেন তারা।
এর আগে মঙ্গলবার প্রায় ৪ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন। মঙ্গলবার রাত হতে টানা আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনেও চলছে এ কর্মসূচি।
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জানান, নিজস্ব ক্যাম্পাস করাসহ তাদের কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেওয়ার দাবিতে দীর্ঘ ৭ মাস ধরে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ, মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা। তাদের এ ন্যায় সঙ্গত দাবি না মেনে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সপ্তাহের মধ্যে কলেজটির শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সংযুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়।
আরো পড়ুন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সিরাজগঞ্জ জেলা কমিটি স্থগিত, আন্দোলন প্রত্যাহার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা
কলেজের কার্যক্রম বন্ধ করে নেওয়া এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা। জনভোগান্তির কথা বিবেচনা করে অবরোধ তুলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। দিন ও রাতে টানা সেখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন।
টাঙ্গাইলে স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নিয়ে পরিচালনা, অস্থায়ী ক্যাম্পাসে নতুন সেশনে ভর্তি কার্যক্রম চালু রাখা, নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করা, শিক্ষক নিয়োগসহ প্রয়োজনীয় দাবি পূরণ না হলে আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
নরসিংদী জেলা প্রশাসক রাশেদুল হোসেন চৌধুরী জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে তাদের তিনি কথা বলেছেন। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।
ঢাকা/হৃদয়/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫