গত বছরের অক্টোবরে নির্বাচনের পর বেশ কয়েকটি স্ট্যান্ডিং কমিটি হলেও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়নি। ২০২৪ সালের ৯ নভেম্বর নির্বাচিত কমিটির প্রথম সভায় জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব নিজের কাঁধে রাখলেও অন্য সদস্যদের নাম চূড়ান্ত করেননি সভাপতি তাবিথ আউয়াল। তিন মাসের বেশি সময় পর গতকাল ন্যাশনাল টিমস কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ১১ সদস্যের কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়াল। ডেপুটি চেয়ারম্যান করা হয়েছে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে। 

বাংলাদেশের ফুটবলের গুরুত্বপূর্ণ কমিটি হলো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কোচ নিয়োগ, ফুটবলারদের সুযোগ-সুবিধাসহ আরও নানা বিষয় জড়িত থাকে। সাধারণত চেয়ারম্যানসহ ফেডারেশনের স্ট্যান্ডিং কমিটির সদস্য সংখ্যা হয় ৯ জন। এবার তা বাড়িয়ে করা হয়েছে ১১ জন। 

এই কমিটিতে অবশ্য সাবেক ফুটবলারদের সঙ্গে ক্লিন ইমেজের ব্যক্তিকে অন্তর্ভুক্ত করেছেন সভাপতি তাবিথ। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন ফর্টিস গ্রুপের কর্ণধার মোহাম্মদ শাহাদাত হোসেন। যাকে ফেডারেশনের নির্বাচনে সহসভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সদস্য হিসেবে আছেন সাবেক ফুটবলার মো.

ইকবাল হোসেন, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ, সাঈদ হাছান কানন, আমের খান, সাখাওয়াত হোসেন ভূইয়া (শাহীন), মো. মনজুর আলম ও মুকিতুর রহমান। তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বাবু জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে থাকায় অনেকেই বিস্মিত হয়েছেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল র কম ট র সদস য

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, নিয়মিত ছাত্রত্ব নেই সভাপতি ও সম্পাদকের
  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার
  • প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ
  • ঐকমত্য কমিশনের বৈঠক: ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় হুড়োহুড়ি করে বের হলেন সবাই
  • জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির ওয়াক আউট, পরে যোগদান