আলোচনা-সমালোচনা যেন পিছু ছাড়ছে না ইলন মাস্কের। তাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন লেখক ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। ৩১ বছর বয়সী অ্যাশলে এক্সে পোস্ট করে জানিয়েছেন, ইলন মাস্কের সঙ্গে তার পরিচয় হয় বছর তিনেক আগে। আর পাঁচ মাস আগে তিনি ইলন মাস্কের সন্তানের মা হয়েছেন।

অ্যাশলে লিখেছেন, ‘পাঁচ মাস আগে আমি একটি শিশুর জন্ম দিই। আর ইলন মাস্ক সেই সন্তানের বাবা।’ খবর এনডিটিভির

যদিও এই দাবির বিপরীতে ৫৩ বছর বয়সী ইলন মাস্কের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অ্যাশলে নিজের ও তার সন্তানের নিরাপত্তা, গোপনীয়তার কথা চিন্তা করে এত দিন সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। তবে কিছু ট্যাবলয়েড পত্রিকা মনগড়া খবর প্রকাশ করছে দেখে সত্যিটা সামনে আনলেন। 

তার মতে, ‘আমি চাই, আমাদের সন্তান একটা স্বাভাবিক আর নিরাপদ পরিবেশে বড় হোক। আমি গণমাধ্যমকে অনুরোধ করব, যাতে আমাদের গোপনীয়তাকে সম্মান করা হয়। এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের পেছনে না ছোটার জন্য অনুরোধ করছি।’

‘এলিফ্যান্টস আর নট বার্ডস’ নামের এক বই লিখে জনপ্রিয়তা পেয়েছেন অ্যাশলে।

অ্যাশলে ম্যানহাটনে সিটি হলের কাছে সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত এমন একটি বিলাসবহুল বাড়িতে থাকছেন, যার ভাড়া প্রতি মাসে ১৫ হাজার ডলার বা ১৮ লাখ টাকা। নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে অ্যাশলের এক প্রতিবেশী জানিয়েছেন, অ্যাশলের সন্তানের বাবা ইলন মাস্ক, এটি শুনে তিনি মোটেও অবাক হননি। বরং তিনি এরকম কিছুই ধারণা করছিলেন।

পুরো ঘটনা যদি সত্যি হয়, তাহলে অ্যাশলে ইলনের ১৩তম সন্তানের মা। এর আগে ইলন চারটি বিয়ে করেছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইলন ম স ক ইলন ম স ক র

এছাড়াও পড়ুন:

‘১৩তম সংশোধনী ফিরিয়ে আনতে চায় বিএনপি-জামায়াত’

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, “দলগুলোর মতামত ও সংশোধনী জানাতে ৩০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, কেউ যদি কোনো সুপারিশ বা সংশোধনের কথা বলতে চায়, তা যেন ৩০ জুলাইয়ের মধ্যে জানায়।”

তিনি বলেন, “বিএনপি–জামায়াত জোট ২০১১ সালে বাতিল হওয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পুনর্বহাল চায়। অর্থাৎ, তারা নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে।”

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ৩ দফা দাবি

নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে: প্রধান উপদেষ্টা

দেশের প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধিরা এ সংলাপে অংশ নেন। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘জুলাই সনদ’ এর খসড়া দেশের সব রাজনৈতিক দলের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

ড. আলী রীয়াজ বলেন, “আলোচনায় যে বিষয়গুলোতে ঐকমত্য হবে, সেগুলোই চূড়ান্ত সনদে অন্তর্ভুক্ত হবে। এরপর তা বাস্তবায়নে নির্ধারিত সময়সীমা থাকবে ২ বছর।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি–জামায়াত জোট ত্রয়োদশ সংশোধনী পুনর্বহালের পক্ষে। তাদের মতে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন তখনই সম্ভব, যখন প্রশাসনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ থাকবে না।”

২০১১ সালে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই তা রাজনৈতিক অস্থিরতার অন্যতম কারণ হয়ে আছে।

এদিকে, এ বৈঠক চলাকালে হঠাৎ দুপুর ১২টা ২০ মিনিটে বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। এতে উপস্থিত রাজনৈতিক নেতা ও প্রতিনিধি দলগুলো কিছু সময়ের জন্য আতঙ্কিত হয়ে ভবনের নিচতলায় নেমে আসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ফায়ার অ্যালার্ম সিস্টেম হঠাৎ সক্রিয় হয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা পরিদর্শন করে নিশ্চিত হন, কোথাও ধোঁয়া বা আগুনের অস্তিত্ব নেই। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ফরেন সার্ভিস একাডেমির পরিচালককে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি রয়েছেন। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

‘জুলাই সনদ’ হচ্ছে একটি প্রস্তাবিত রাজনৈতিক দলিল, যার মাধ্যমে নির্বাচন পদ্ধতি, সাংবিধানিক সংস্কার, মানবাধিকার ও প্রতিষ্ঠানগত জবাবদিহিতার নীতিমালা নির্ধারণ করা হবে। এটি সরকারের নয়, বরং জাতিগত ঐক্য ও গণতান্ত্রিক ভবিষ্যতের এক রূপরেখা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি দলীয় নয়, জাতীয় দলিল। জনগণের মতামত ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই এটি চূড়ান্ত করা হবে।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ‘১৩তম সংশোধনী ফিরিয়ে আনতে চায় বিএনপি-জামায়াত’