বাংলাদেশ সেমিতে যাওয়ার দল নয়, বললেন ডি ভিলিয়ার্স
Published: 15th, February 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে দুবাই উড়াল দিয়েছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও জানিয়েছেন, তারা শিরোপার জন্য লড়বেন। তবে বাংলাদেশ দলকে সেমিফাইনালেও দেখছেন না দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
নিজের ইউটিউব চ্যানেলে ‘কে ফেবারিট’ শিরোনামে চ্যাম্পিয়ন্স ট্রফির দলগুলো বিশ্লেষণ করতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, 'বাংলাদেশের দল ভালো, তবে আমি মনে করি না তারা নকআউট পর্বে যেতে পারবে। বাংলাদেশি সমর্থকরা হয়তো আমার কথায় কষ্ট পেতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা। তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মতো শক্তিশালী নয়।'
তবে বাংলাদেশকে একেবারে হিসাবের বাইরে রাখেননি সাবেক এই প্রোটিয়া তারকা। তার মতে, বড় কোনো দলকে হারিয়ে অঘটন ঘটানোর সামর্থ্য রয়েছে টাইগারদের। তিনি বলেন, 'নাজমুল শান্ত দারুণ ধারাবাহিক ব্যাটসম্যান এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখে। দলে মুশফিক, মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে, তাসকিন চমৎকার পেসার, মিরাজও দারুণ অলরাউন্ডার। তাদের পক্ষে বড় কোনো দলকে হারানো সম্ভব।'
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা, আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে রাওয়ালপিন্ডিতে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫