বিদেশে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়–বিষয় বেছে নিতে অনুসরণ করুন এই ১২ ধাপ
Published: 16th, February 2025 GMT
বিদেশে পড়াশোনার স্বপ্ন থাকে অনেকেরই। কিন্তু নানা কারণে অনেকে ভর্তি হতে পারেন না—এমন সংখ্যাও অনেক। বিদেশে পড়াশোনার সিদ্ধান্তের পরই আপনাকে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নির্বাচনের দিকে যেতে হয়। পড়াশোনার জন্য সঠিকভাবে বিদেশি বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার সিদ্ধান্তটাও কঠিন। সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নিতে পারলে একাডেমিক এবং ব্যক্তিগত ক্যারিয়ার বিকাশে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এ সিদ্ধান্ত মানসম্পন্ন শিক্ষা অর্জনের বাইরেও নতুন একটি সংস্কৃতি সম্পর্কে জানার ও মেশার সুযোগ মেলে। পছন্দসই এবং আপনার জন্য সঠিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলে পেশাদার ক্যারিয়ারের দিকে এগিয়ে যাওয়ার একটি ধাপ হিসেবেও কাজ করে।
বিদেশে পড়াশোনার সিদ্ধান্তের পরই আপনার আগ্রহ স্টেম শিক্ষা, শিল্পকলা, ব্যবসা অথবা অন্য যেকোনো ক্ষেত্রেই থাকুক না কেন, কিছু পদক্ষেপ আপনাকে নিতে হবে। এসব পদক্ষেপে আপনার জন্য মনঃপূত বিশ্ববিদ্যালয় খুঁজে পেতে সহায়তার ধাপ হিসেবেও বিবেচনা করা যেতে পারে। ভর্তিপ্রক্রিয়া কার্যক্রম শুরু করার আগে শিক্ষার মাধ্যম বা ভাষা, বাজেটের সীমাবদ্ধতা এবং থাকার জায়গাসহ নানা বিষয় মাথায় রাখতে হয়। বিদেশে পড়াশোনার জন্য সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নিতে আপনাকে সাহায্য করতে পারে এমন ১২টি ধাপ আছে। এগুলো হলো—
কোন বিষয়ে পড়তে চান, সেটি নিয়ে ভাবুন
অধ্যয়নের বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্টভাবে অনুসন্ধান শুরু করুন। বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, পড়াশোনার অধ্যাপক এবং অত্যাধুনিক গবেষণা খাত শনাক্ত করুন। মৌলিক গবেষণার ক্ষেত্রগুলো পছন্দের শিক্ষার ক্ষেত্রে সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটি বেছে নেওয়ার সুযোগ তৈরি করবে।
২. বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক অবস্থান জেনে নিনএখন গবেষণা, জার্নালে প্রকাশনা, পড়াশোনার মানসহ নানা বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অবস্থান নির্ধারিত হয়। ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্বব্যাপী অবস্থান মূল্যায়ন করতে হবে। এমন উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো বিবেচনা করুন, যাদের একটি শক্তিশালী আন্তর্জাতিক খ্যাতি এবং বৈশ্বিক শিল্পের সঙ্গে সহযোগিতা রয়েছে। এমন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিশ্বের সঙ্গে মূল্যবান সংযোগ এবং সমৃদ্ধ একাডেমিক অভিজ্ঞতার সুযোগ করে দেবে।
৩. কাঙ্ক্ষিত দেশগুলোর তালিকা তৈরি করুনকাঙ্ক্ষিত দেশ নির্ধারণ করে ফেলুন। ভাষা, সংস্কৃতি এবং সম্ভাব্য স্নাতক–স্নাতকোত্তরের সুযোগগুলো বিবেচনা করুন। কাঙ্ক্ষিত দেশগুলোর সংক্ষিপ্ত তালিকা তৈরি বিশ্ববিদ্যালয় বেছে নেওয়া সহজ করবে।
৪. বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জেনে নিনআপনার লক্ষ্যর দেশের মধ্যে পৃথক বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন। অনুষদ, গবেষণা সুবিধা এবং প্রোগ্রামের মতো বিষয়গুলো মূল্যায়ন করুন। এতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিশদ গবেষণা এবং একাডেমিক চাহিদাগুলো সম্পর্কে ধারণা মিলবে।
৫. বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং দেখুনসম্ভাব্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক অবস্থান এবং খ্যাতি কেমন, তা জানতে বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং খুঁজে দেখতে হবে। যদিও র্যাঙ্কিং একমাত্র মানদণ্ড নয়, তবু আপনার শিক্ষার ক্ষেত্র বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক মূল্যায়নের জন্য এটিকে একটি মানদণ্ড হিসেবে ধরা যেতে পারে।
৬. নিজের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নির্ধারণতালিকার বিশ্ববিদ্যালয়গুলো দীর্ঘমেয়াদি শিক্ষাগত এবং কর্মজীবনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না জেনে নিন। বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত প্রোগ্রাম, গবেষণার সুযোগ এবং সহশিক্ষাকার্যক্রমগুলো আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা–ও বিবেচনা করুন।
৭. স্থান বা ঠিকানা বা এলাকার অবস্থান কেমনআপনার তালিকার বিশ্ববিদ্যালয়গুলোর ভৌগোলিক অবস্থান মূল্যায়ন করুন। জলবায়ু, জীবনযাত্রার ব্যয় এবং শিল্পকেন্দ্রগুলোর কাছাকাছির মতো বিষয়গুলো বিবেচনা করুন। বিশ্ববিদ্যালয়ের অবস্থান আপনার জীবনযাত্রার সঙ্গে সম্ভাব্য নেটওয়ার্কিংয়ের সুযোগ এবং ইন্টার্নশিপও প্রদানে সহায়তা করবে।
৮. সাংস্কৃতিক এবং জীবনধারাপ্রতিটি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের সাংস্কৃতিক এবং জীবনযাপনের দিকগুলো নিয়ে ভাবা উচিত ভর্তির সিদ্ধান্ত নেওয়ার আগে। সামাজিক জীবন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ততার মতো বিষয়গুলো বিবেচনা করুন। ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশের মিল আপনার একাডেমিক অভিজ্ঞতায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারে।
৯. বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন করুনযদি সম্ভব হয় সংক্ষিপ্ত তালিকার বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে যেতে পারেন, পরিবেশের সরাসরি অভিজ্ঞতা নিতে। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত অনুষ্ঠানগুলোয় যোগ দিন, শিক্ষার্থীদের সঙ্গে নানা বিষয়ে আলাপচারিতা চালিয়ে যান এবং আশপাশের কমিউনিটি সম্পর্কে জানার চেষ্টা করুন। এসবে আপনার মূল্যবান কিছু তথ্য (অন্তর্দৃষ্টি) পাবেন, যা কেবল অনলাইন গবেষণার মাধ্যমে স্পষ্ট না–ও হতে পারে।
প্রথম আলো ফাইল ছবিউৎস: Prothomalo
কীওয়ার্ড: ক অবস থ ন ন র জন য এক ড ম ক আপন র
এছাড়াও পড়ুন:
মানবাধিকারের প্রতিশ্রুতি দিল র্যাব, চায় সাইবার ইউনিট
অপরাধের ধরন বদলে যাচ্ছে। অভিনব কৌশলে সক্রিয় সাইবার অপরাধীরা। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলা করা নতুন চ্যালেঞ্জ। এ জন্য স্বতন্ত্র সাইবার ইউনিট চেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন গতকাল বুধবার কর্মপরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরে বাহিনীর বিভিন্ন ইউনিট। সেখানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র্যাবসহ একাধিক ইউনিট একুশ শতকের জটিল অপরাধ ও তা নিয়ন্ত্রণে প্রযুক্তিগত প্রস্তুতির বিষয়টি সামনে আনে। গতকাল পুলিশের যে ইউনিটগুলো পরিকল্পনা তুলে ধরেছে, তা হলো হাইওয়ে পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নৌ পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ, র্যাব, অ্যান্টিটেররিজম ইউনিট, রেলওয়ে পুলিশ ও সিআইডি।
কীভাবে প্রত্যন্ত এলাকার ভুক্তভোগী র্যাবের সহযোগিতা পেতে পারেন, সে বিষয়টি উপস্থাপন করেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তিনি দ্রুত গুজব প্রতিরোধে কার্যকর ব্যবস্থার ওপর জোর দেন। র্যাবের জন্য আলাদা একটি সাইবার ইউনিটের প্রয়োজনীয়তার কথাও বলেন। র্যাব জনবান্ধব হওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। এর পরিপ্রেক্ষিতে ডিজি বলেন, ‘কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবাধিকার বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ র্যাব। অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করতে তদন্ত সেলকে শক্তিশালী করা হয়েছে। একটি মানবাধিকার সেলও গঠন করা হয়েছে।’
রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত সূত্রের মতে, র্যাব ডিজির উপস্থাপনায় মূলত বাহিনীর অর্জনগুলো তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সিআইডি ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেয়। সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) গাজী জসীম অনুষ্ঠানে জানান, জুলাই অভ্যুত্থান-পরবর্তী মামলার অনুসন্ধানে সিআইডি বিশেষ টিম গঠন করেছে। সাবেক মন্ত্রী, প্রভাবশালীদের সন্দেহজনক সম্পদের উৎস ও প্রকৃতি নিয়ে নিবিড়ভাবে চলছে তদন্ত। এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, নাবিল, ইউনিক, সিকদার গ্রুপসহ কয়েকটি বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও অনুসন্ধান শুরু হয়েছে। এ সময় প্রায় ৫ হাজার ৮০০ শতাংশ জমি ও হাজার কোটি টাকা মূল্যের সম্পদ শনাক্ত করা হয়েছে। কক্সবাজারের টেকনাফের একটি মামলায় ১০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে।
সিআইডির উপস্থাপনায় আরও বলা হয়, ফরেনসিক শাখা দিন দিন অপরাধ বিশ্লেষণের নির্ভরযোগ্য কেন্দ্রে পরিণত হয়েছে। জনবল, সরঞ্জাম এবং অর্থের সীমাবদ্ধতার পাশাপাশি সিআইডিতে আছে কাঠামোগত ও প্রশাসনিক চ্যালেঞ্জ। কোনো জেলা ইউনিটে একটিও অপারেশনাল যানবাহন নেই। এ ছাড়া অনেক কর্মকর্তা-কর্মচারীর মধ্যে অনিয়মিত বদলি আতঙ্ক রয়েছে। সাইবার পুলিশ সেন্টারে রয়েছে সরঞ্জামের অভাব। ফরেনসিক ল্যাবে সফটওয়্যারের জন্য বাজেট-স্বল্পতার কথা তুলে ধরেন তারা।
হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পণ্য ও যাত্রী পরিবহনে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়। মহাসড়কে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে চলমান কার্যক্রম তুলে ধরা হয়েছে। বর্তমানে মহাসড়কের সিসিটিভি থেকে হাইওয়ে পুলিশ ডিজিটাল অটো ফাইন সিস্টেম, ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্লোন নাম্বারপ্লেট শনাক্ত, হাইস্পিড ডিটেকশন করে থাকে।
এর আগে মঙ্গলবার পুলিশ সপ্তাহের প্রথম দিন পুলিশের বিশেষ শাখার (এসবি) পক্ষ থেকে তাদের কর্মকাণ্ড ও পরিকল্পনা উপস্থাপন করা হয়। সেখানে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় তালিকাভুক্ত ব্যক্তিকে ডিটেনশনে (নির্দিষ্ট সময়ের জন্য বিনা বিচারে আটক রাখা) নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পরিস্থিতির অবনতি যেন না ঘটে, সে জন্য তালিকাভুক্ত ব্যক্তিদের ডিটেনশনে নেওয়া উচিত। সরকারের অনুমতি পেলে এসবির পক্ষ থেকে তালিকায় থাকা ব্যক্তিদের বিস্তারিত জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। ডিটেনশনে নেওয়ার জন্য যাদের তালিকা প্রস্তুত করা হয়েছে, তাদের কেউ কেউ পেশাদার অপরাধী।