পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাতিল
Published: 16th, February 2025 GMT
পাসপোর্ট দেওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার।
প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ আজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।
ফয়েজ আহম্মদ জানিয়েছেন, আজ রোববার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সম্মেলন তিন দিন ধরে চলবে।
সম্মেলনে অধ্যাপক ইউনূস দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন।একই সাথে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রি
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসির একজন উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন।
রবিবার (৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক এশিয়ার উদ্যোক্তা পরিচালক রুমি এ হোসেন পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাংকটির ১৬ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। বর্তমান বাজারমূল্যে ডিএসইর মাধ্যমে এসব শেয়ার বিক্রি করেছেন তিনি।
আরো পড়ুন:
তিন ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ
বিএসইসির কমিশনার হিসেবে সাইফুদ্দিনের যোগদান
রুমি এ হোসেন গত ২৮ জুলাই শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন। সে সময় তিনি জানিয়েছেন, তার কাছে ব্যাংকটির ৩ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার ২০৯টি শেয়ার আছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজারমূল্যে পাবলিক মার্কেটে ১৬ লাখ শেয়ার বিক্রি করা হবে।
ঢাকা/এনটি/রফিক