ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। গত জানুয়ারির বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত কয়েক মাস আশুলিয়ার কাঠগড়া এলাকায় ছেইন অ্যাপারেলস লিমিটেডের কারখানায় বেতন পরিশোধ নিয়ে জটিলতা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হচ্ছিল কারখানা কর্তৃপক্ষ। জানুয়ারির বেতন এখনো পরিশোধ করা হয়নি। বকেয়া বেতনের দাবিতে আজ রোববার সকাল ৯টা থেকে কারখানাসংলগ্ন কাঠগড়া-বিশমাইল সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১২টায় শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি চলছিল।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক নারী শ্রমিক প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরেই সময়মতো বেতন দেওয়া হয় না। আন্দোলন করে বেতন আদায় করতে হয়। এ মাসের ৯ তারিখে বেতন পরিশোধ ছাড়াই ১৩ তারিখ পর্যন্ত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ১৫ তারিখে নোটিশ দিয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও ছুটি ঘোষণা করা হয়। গত মাসের বেতন না দেওয়ায় শ্রমিকেরা আন্দোলন করছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে পুলিশের সঙ্গে কারখানার একজন মহাব্যবস্থাপকের (জিএম) যোগাযোগ হয়েছে। তিনি কারখানায় এসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর শ ধ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ