ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। গত জানুয়ারির বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে তাঁরা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, গত কয়েক মাস আশুলিয়ার কাঠগড়া এলাকায় ছেইন অ্যাপারেলস লিমিটেডের কারখানায় বেতন পরিশোধ নিয়ে জটিলতা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হচ্ছিল কারখানা কর্তৃপক্ষ। জানুয়ারির বেতন এখনো পরিশোধ করা হয়নি। বকেয়া বেতনের দাবিতে আজ রোববার সকাল ৯টা থেকে কারখানাসংলগ্ন কাঠগড়া-বিশমাইল সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১২টায় শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচি চলছিল।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক নারী শ্রমিক প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরেই সময়মতো বেতন দেওয়া হয় না। আন্দোলন করে বেতন আদায় করতে হয়। এ মাসের ৯ তারিখে বেতন পরিশোধ ছাড়াই ১৩ তারিখ পর্যন্ত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ১৫ তারিখে নোটিশ দিয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবারও ছুটি ঘোষণা করা হয়। গত মাসের বেতন না দেওয়ায় শ্রমিকেরা আন্দোলন করছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে পুলিশের সঙ্গে কারখানার একজন মহাব্যবস্থাপকের (জিএম) যোগাযোগ হয়েছে। তিনি কারখানায় এসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর শ ধ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ