ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছেইন অ্যাপারেল্স লিমিটেড তৈরিপোশাক কারখানার শ্রমিকরা। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে যান। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কারখানা সংলগ্ন কাঠগড়া-বিশমাইল সড়কের আমতলা মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। 

শ্রমিকরা জানান, গত কয়েকমাস ধরে আশুলিয়ার কাঠগড়া এলাকায় ছেইন অ্যাপারেল্স লিমিটেড কারখানায় বেতন পরিশোধ নিয়ে জটিলতা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধে ব্যর্থ হচ্ছিল কারখানা কর্তৃপক্ষ। গত জানুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করতে পারেননি। এ জন্য বকেয়া বেতনের দাবিতে সকালে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

আরো পড়ুন:

রাজশাহীতে বৈষম্যবিরোধী কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

মোটরসাইকেল আরোহী ১ যুবক নিহত, ২ জন হাসপাতালে

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক নারী শ্রমিক জানান, গত কয়েক মাস ধরে সময় মতো বেতন দেওয়া হয় না। আন্দোলন করে বেতন আদায় করতে হয়। গত ৯ তারিখে বেতন পরিশোধ ছাড়াই ১৩ তারিখ পর্যন্ত কারখানা সাধারণ ছুটি দিয়ে দেয়। পরে ১৫ তারিখে নোটিশ দিয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবারো ছুটি ঘোষণা করা হয়। গত মাসের বেতন এখনো না দেওয়ায় বকেয়া বেতনের দাবিতে সবাই আন্দোলন করছেন।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া জানান, শ্রমিকেরা তাদের জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়কে অবস্থান নেন। কারখানার একজন মহাব্যবস্থাপকের (জিএম) সঙ্গে যোগাযোগ হয়। তিনি কারখানায় এসে সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানান। পরে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। 

প্রায় ৫ ঘণ্টা পর আড়াইটার দিকে আশুলিয়ার জিরাবো-বিমমাইল আঞ্চলিক সড়ক থেকে বকেয়া বেতনের দাবিতে চলমান অবরোধ তুলে নেন স্থানীয় ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। 

ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোজাম্মিল হুসাইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। খুদে বার্তা দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
 

ঢাকা/সাব্বির/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন ছ ইন অ য প র ল পর শ ধ অবর ধ

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ