ভাসমান নারীর সংগ্রামের গল্প হলেও ছবিতে খুব মিষ্টি একটি প্রেমের অধ্যায় আছে
Published: 17th, February 2025 GMT
প্রথম আলো:
ছবিটির শুটিং শুরু করেছিলেন ২০২১ সালের অক্টোবরে। টানা কাজ করে শেষ করেছিলেন। একাধিকবার মুক্তির তারিখ শোনা গেলেও হয়নি। শুটিংয়ের পর এত দেরিতে যে ছবির মুক্তি, সেই ছবির আবেদন কতটা থাকে বলে মনে করেন?
রাফিয়াত রশিদ মিথিলা: এটা সত্যি যে শুটিংয়ের অনেক দিন পর ছবি মুক্তি দিলে দর্শকের কাছে আবেদন কমে যাওয়ার একটা আশঙ্কা থাকে। তবে এই ছবিতে তারা (মিথিলা) আর হোসেন (নাঈম) মাঝির ভালোবাসা দর্শকের আবেদনকে ফিরিয়ে আনবে। আমি আর নাঈম এই প্রথম জুটি বেঁধেছি। আমাদের বিশ্বাস, দর্শক আগ্রহ হারাবেন না।
প্রথম আলো :
‘জলে জ্বলে তারা’ ছবিতে আপনি নদীপারের একজন মেয়ে, নাম তারা। এই চরিত্র হয়ে উঠতে আপনার সামনে রেফারেন্স কী ছিল? কীভাবে চরিত্রটি হয়ে উঠেছেন? নদ–নদীর পারের মানুষের জীবন কি এর আগে আপনার দেখার সুযোগ হয়েছিল?
রাফিয়াত রশিদ মিথিলা: আমি কর্মসূত্রে সমাজের বিভিন্ন শ্রেণি–গোত্রের মানুষের সঙ্গে মিশেছি, কাজ করেছি। এই ছবির চরিত্রের প্রস্তুতির জন্য আমি সামনে রেফারেন্স না থাকাটাই ভালো মনে করেছি। আমি সাধারণত রেফারেন্স দেখতে চাই না। আমি চাই আমার মতো করে চরিত্রটি হয়ে উঠতে, যেন তাতে অন্য কোনো চরিত্রের আদল ফুটে না ওঠে। গত পাঁচ বছরের সব কাজে তাই দর্শক আমাকে নতুনভাবেই পেয়েছেন, এবারও পাবেন।
আরও পড়ুনপশ্চিমবঙ্গে অভিষেকেই নজর কাড়লেন মিথিলা২৫ জুলাই ২০২৩রাফিয়াত রশিদ মিথিলা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘আমি সদরঘাটের জবা ফুল’
ছবি: ফেসবুক থেকে