রাতে কমিটি ঘোষণা, পরদিন দুপুরে ২৮ জনের পদত্যাগ
Published: 17th, February 2025 GMT
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণার এক দিনের মধ্যেই ২৮ জন পদত্যাগের ঘোষণা দিলেন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ কমিটি ভেঙে নতুন করে ঘোষণা করার জন্য আলটিমেটাম দিয়েছেন পদত্যাগকারীরা। কমিটিতে লক্ষ্মীপুর জেলার বাইরের শিক্ষার্থীদের রাখার প্রতিবাদে কমিটি ভেঙে দেওয়ার দাবি তুলেছেন পদত্যাগকারীরা।
আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ ও আলটিমেটামের বিষয় জানান জেলার বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্রদের একাংশ।
এর আগে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরমান হোসাইনকে আহ্বায়ক, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহেদুর রহমানকে সদস্যসচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল। গতকাল রোববার রাতে ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম আসাদ, যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান, মেহেদী হাসান ও মতিউর আরিফ।
এ সময় আবদুর রহিম আসাদ বলেন, বহিরাগতকে কাউকেই আহ্বায়ক-সদস্যসচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে রাখা যাবে না। নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন নোয়াখালীর বাসিন্দা। তাঁকে আহ্বায়ক পদ থেকে সরিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন কমিটি দিতে হবে। তা না হলে আন্দোলনের সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে।
তবে নতুন কমিটির আহ্বায়ক আরমান হোসাইন বলেন, ‘পদত্যাগকারীদের বিষয়টি শুনেছি। এ বিষয়ে পরে গণমাধ্যমে বিবৃতি দিয়ে বক্তব্য দেওয়া হবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ