সাউথইস্ট ব্যাংক পিএলসি ও ভিসা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে হজ কার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসের বলরুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

হজ ও ওমরাহ এজেন্সিগুলোর মালিক এবং প্রতিনিধিদের সঙ্গে অংশীদারিত্ব আরো দৃঢ় করার লক্ষ্যে ও হাজীদের সেবার মান উন্নয়নে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো.

সাদেক হোসেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। এছাড়া খ্যাতনামা হজ এজেন্সিগুলোর নেতা ও গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা এতে অংশ নেন।

সম্মেলনে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনুষ্ঠানিকভাবে আইবিএম ট্র্যাভেলস, বাংলাদেশ এয়ার ট্রাভেলস ও জাবাল-ই-নূর ট্রাভেলসের মালিকদের কাছে হজ কার্ড হস্তান্তর করেন।

হজ্জ কার্ড মোয়াল্লেম ও হাজীদের আর্থিক সমাধান প্রদান করে। এই কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা এটিএম বুথ থেকে কোনো অতিরিক্ত ফি ছাড়াই সৌদি রিয়াল তুলতে পারবেন। পাশাপাশি মোয়াল্লেমরা হোটেল ভাড়া, যাতায়াত, খাওয়া-দাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় খরচ সহজেই এ কার্ডের মাধ্যমে পরিচালনা করতে পারবেন।

নুরউদ্দিন মো. সাদেক হোসেন বলেন, “এ সম্মেলন হজ ও ওমরাহ এজেন্সিগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

ঢাকা/সুমন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স উথইস ট ব য

এছাড়াও পড়ুন:

৭ ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত সাতটি ব্যাংকের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্যাংকগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলস, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি ও সাউথইস্ট ব্যাংক পিএলসি।

বুধবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বড়-মাঝারি বিনিয়োগকারী বেড়েছে: বিএসইসি

এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডাচ-বাংলা ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.০৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.১১ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ১.০২ টাকা বা ৪৮ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৮ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৬১ টাকা বা ৭৮ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.৪৫ টাকায়।

মিডল্যান্ড ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৩ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২৫ টাকা বা ৫৮ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩২ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৩০ টাকা বা ৯৪ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.৫৫ টাকায়।

যমুনা ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৩১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.২৮ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৩ টাকা বা ১ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৪০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৫৩ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৩ টাকা বা ৯ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৫৮ টাকায়।

ঢাকা ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.১৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৫১ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৩৬ টাকা বা ২৪ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৩০ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৫ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৪৫ টাকা বা ৬০ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৫৮ টাকায়।

ওয়ান ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৮৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.১২ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.২৭ টাকা বা ২৪.১০ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.২৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৭৪ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.৫০ টাকা বা ৬৭.৫৭ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.২৯ টাকায়।

সোশ্যাল ইসলামী ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৩৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫০ টাকা। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২.৯৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৩ টাকা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৮২ টাকায়।

সাউথইস্ট ব্যাংক: চলতি হিসাব বছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৯১ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.০৯ টাকা বা ৯.৮৯ শতাংশ। এদিকে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৫৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.২২ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৩৩ টাকা বা ১৪৫.০৯ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৩৩ টাকায়।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • ৭ ব্যাংকের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ