ময়নমনসিংহে ৭ অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৪২ লাখ
Published: 18th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ভ্রাম্যমান আদালত ময়মনসিংহে অবৈধভাবে গড়ে ওঠা সাতটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা জরিমানা করেছেন । এছাড়া তিনটি ইটভাটার আংশিক ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সদরের ওই সাতটি ইটভাটা অবৈধভাবে চলছিল। ফলে বিকেলে অভিযান চালিয়ে মোট ৪২ লাখ জরিমানাসহ তিনটি ইটভাটার আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সদরসহ জেলার অন্যান্য ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে। অবৈধভাবে চলছে এমন ইটভাটায় জরিমানাসহ প্রয়োজনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মাহবুবুল ইসলাম, মো. রুকন মিয়াসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এনজে
উৎস: SunBD 24
কীওয়ার্ড: ইটভ ট
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।