Risingbd:
2025-11-02@10:21:08 GMT

ফখর জামানের বদলি ইমাম উল হক

Published: 20th, February 2025 GMT

ফখর জামানের বদলি ইমাম উল হক

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে নিউ জিল্যান্ড। মোহাম্মদ রিজওয়ানের দল এই ম্যাচ হারার পেছনে বড় কারণ ছিল ফর্মে থাকা ওপেনার ফখর জামানের চোটে পড়া। এই ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানের চোট এতটাই গুরুতর যে তিনি আর খেলতে পারবেন এবারের আসরে। ফখরের পরিবর্তে দলে ঢুকেছেন আরেক বাঁহাতি ওপেনার ইমাম উল হক।

ম্যাচের শুরুতেই ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়ে দুই দফায় মোট ৩০ ওভার মাঠের বাইরে ছিলেন ফখর। এ কারণে পাকিস্তান ইনিংসের প্রথম ২০ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামার সুযোগ ছিল না তার। এরপর ৪ নাম্বারে নেমে চোট নিয়েই ৪১ বলে ২১ রান করেন তিনি। তখনই বুঝা যাচ্ছিল এই বাঁহাতি মারকুটে ব্যাটসম্যানের টুর্নামেন্ট শেষ।

আরো পড়ুন:

ভারতকে হারানোর মন্ত্রে মাঠে নামবে বাংলাদেশ

চ‌্যাম্পিয়নদের কিউই ধাক্কা

অন্যদিকে ফখরের পরিবর্তে দলে ঢোকা ইমাম এখন পর্যন্ত ৭২টি ওয়ান্ডে ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে এই ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের নামের পাশে শোভা পাচ্ছে প্রায় ৪৯ গড়ে ৩১৩৮ রান। ৮৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ইমামের ওয়ানডে সেঞ্চুরি ৯টি।

আইসিসইর কোন আসরে একজন খেলোয়াড় পরিবর্তন করার জন্য আয়োজক সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হয়। সেই কমিটির অনুমোদনের পরই সেই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যোগ দিতে পারেন। এই নিয়ম মেনেই ইমাম যোগ দিচ্ছেন পাকিস্তান স্কোয়াডে। 
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির টেকনিক্যাল কমিটিতে আছেন, ওয়াসিম খান (আইসিসি জেনারেল ম্যানেজার- ক্রিকেট), সারা এডগার (আইসিসি সিনিয়র ম্যানেজার- ইভেন্টস), উসমান ওয়াহলা (পিসিবি ডিরেক্টর- আন্তর্জাতিক ক্রিকেট অপারেশনস), শন পোলক (স্বতন্ত্র প্রতিনিধি)।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স

এছাড়াও পড়ুন:

চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত

রাজধানীর চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামের ঠেলাগাড়ির এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার বেলা সোয়া একটার দিকে চকবাজারের নাজিমুদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।

সহকারী প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম বলেন, দুপুরে কেরানীগঞ্জ থেকে কারা সদর দপ্তরের দিকে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকটি চালাচ্ছিলেন মনসুর নামের এক চালক। নাজিমুদ্দিন রোডে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।

সোহাগের সহকর্মীরা বলেন, দুপুরে আগামাছি লেন থেকে তাঁরা চারজন মিলে ঠেলাগাড়িতে ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি প্রিজন ট্রাক ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে সোহাগ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহাগকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করেছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সোহাগের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত সোহাগের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বাবার নাম দুলাল হাওলাদার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সোহাগ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন।

সম্পর্কিত নিবন্ধ