আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫) স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে নিউ জিল্যান্ড। মোহাম্মদ রিজওয়ানের দল এই ম্যাচ হারার পেছনে বড় কারণ ছিল ফর্মে থাকা ওপেনার ফখর জামানের চোটে পড়া। এই ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানের চোট এতটাই গুরুতর যে তিনি আর খেলতে পারবেন এবারের আসরে। ফখরের পরিবর্তে দলে ঢুকেছেন আরেক বাঁহাতি ওপেনার ইমাম উল হক।
ম্যাচের শুরুতেই ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়ে দুই দফায় মোট ৩০ ওভার মাঠের বাইরে ছিলেন ফখর। এ কারণে পাকিস্তান ইনিংসের প্রথম ২০ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামার সুযোগ ছিল না তার। এরপর ৪ নাম্বারে নেমে চোট নিয়েই ৪১ বলে ২১ রান করেন তিনি। তখনই বুঝা যাচ্ছিল এই বাঁহাতি মারকুটে ব্যাটসম্যানের টুর্নামেন্ট শেষ।
আরো পড়ুন:
ভারতকে হারানোর মন্ত্রে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নদের কিউই ধাক্কা
অন্যদিকে ফখরের পরিবর্তে দলে ঢোকা ইমাম এখন পর্যন্ত ৭২টি ওয়ান্ডে ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে এই ২৯ বছর বয়সী ব্যাটসম্যানের নামের পাশে শোভা পাচ্ছে প্রায় ৪৯ গড়ে ৩১৩৮ রান। ৮৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করা ইমামের ওয়ানডে সেঞ্চুরি ৯টি।
আইসিসইর কোন আসরে একজন খেলোয়াড় পরিবর্তন করার জন্য আয়োজক সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হয়। সেই কমিটির অনুমোদনের পরই সেই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যোগ দিতে পারেন। এই নিয়ম মেনেই ইমাম যোগ দিচ্ছেন পাকিস্তান স্কোয়াডে।
এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির টেকনিক্যাল কমিটিতে আছেন, ওয়াসিম খান (আইসিসি জেনারেল ম্যানেজার- ক্রিকেট), সারা এডগার (আইসিসি সিনিয়র ম্যানেজার- ইভেন্টস), উসমান ওয়াহলা (পিসিবি ডিরেক্টর- আন্তর্জাতিক ক্রিকেট অপারেশনস), শন পোলক (স্বতন্ত্র প্রতিনিধি)।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।