অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত সময় (আওয়ামী সরকার) পুলিশ বাদী হয়ে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ৩৬ জুলাইয়ের পর রাজনৈতিক মামলা ও পুলিশ বাদী হয়ে মামলা হয়নি। বিগত সময় ৭০০ মানুষ গুম হয়েছে, বর্তমানে তা বন্ধ রয়েছে। বিগত সরকার সাড়ে চার হাজার মানুষকে বিচারবহির্ভূত হত্যা করেছে। ৩৬ জুলাইয়ের পর বিচারবহির্ভূত হত্যা বন্ধ হয়েছে। কিন্তু এখনো মিথ্যা মামলা বন্ধ করতে পারিনি। ময়মনসিংহ নগরের একটি রিসোর্টে আজ বৃহস্পতিবার এক কর্মশালায় এ কথাগুলো বলেন তিনি।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক দিনব্যাপী এই কর্মশালা বেলা সোয়া ১১টায় শুরু হয়। এতে বিভাগের চার জেলার বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

কর্মকর্তাদের উদ্দেশে মো.

আসাদুজ্জামান বলেন, ‘১৯৭১ সালে লাখো মানুষের রক্ত ঝরেছিল। বিগত ১৫ বছরে যেসব মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাঁদের রক্তের ঋণ শোধ করতে হবে। যারা ৩৬ জুলাই পর্যন্ত পাখির মতো গুলি করেছে, তাদের বিরুদ্ধে মামলায় সাক্ষী নিতে সময় লাগছে প্রসিকিউশনের।’ এ সময় তিনি মামলাগুলো ভিন্নভাবে দেখার জন্য বিচারকদের প্রতি অনুরোধ করেন।

মো. আসাদুজ্জামান আরও বলেন, ‘আমরা সতর্কতার সঙ্গে দেখেছি, গত ১৫ বছর কীভাবে ফ্যাসিজমকে লালন করেছেন, এখনো অনেকে মদদ দিচ্ছেন। ফ্যাসিজমকে বিচারের মুখোমুখি হতে হবে। আকাশের যত তারা, আইনের তত ধারা আছে। আমরা এসেছি ইতিহাসের যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে নতুন ইতিহাস রচনা করতে। আমরা এসেছি শহীদদের রক্তের দায় থেকে গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে। এ যাত্রায় ফেল করলে দেশের গণতন্ত্র সার্বভৌমত্ব হারাবে।’

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) লুৎফন নাহারের সঞ্চালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মাহবুবুর রহমান।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ কোনো অঙ্গ যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তার প্রভার অন্যদের ওপর পড়ে। গত ৫ আগস্টের আগে কেউ বাধ্য হয়ে, কেউ অতি উৎসাহিত হয়ে নানা অপকর্ম করেছেন। ৫ আগস্টের পর মামলার হিড়িক পড়ে। তখন মামলায় ৫ হাজার থেকে ১০ হাজার আসামি দেওয়া হয়, কিন্তু কিছু করার ছিল না। নিরীহ কোনো লোককে গ্রেপ্তার না করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে মামলাগুলোর তদন্তে যে অসুবিধা হচ্ছে, সে সম্পর্কে বিচার বিভাগ বিবেচনায় নেবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ও ময়মনসিংহ বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় সভাপতির বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি। তিনি জানান, ঢাকার পর ময়মনসিংহে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মশালা হবে।

এ সময় আরও বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, পুলিশের ডিআইজি আশরাফুর রহমান প্রমুখ।

কর্মশালায় জুলাই-আগস্ট–পরবর্তী পরিস্থিতির পর পুলিশ ও বিচার বিভাগের কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং মানবাধিকার সমুন্নত রেখে কীভাবে কাজ করা যায়, সে বিষয় আলোচনায় উঠে আসে। ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব দূর করা, বিচার বিভাগ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা পরিবর্তন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার ও শাসন বিভাগ একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাহিদুল ও মজিদের সেঞ্চুরি, ৮ রানের জন্য পাননি মুমিনুল
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • দেশজুড়ে বৃষ্টি ও তাপমাত্রা কমার পূর্বাভাস
  • দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে: মামুনুল হক
  • এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
  • রংপুরকে পেয়েই আবার নাঈমের সেঞ্চুরি, সেঞ্চুরি মাহফিজুল ও সাদিকুরেরও
  • রাতে বাড়িতে পুলিশের অভিযান, ভোরে ধানখেতে পাওয়া গেল রক্তাক্ত মরদেহ
  • সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২
  • পূর্বধলায় ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২