এই গেইম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি: হান্নান মাসউদ
Published: 22nd, February 2025 GMT
বৈষম্যবিরোধী আন্দোলন ও শেখ হাসিনার সরকারের পতনের পেছনে মাস্টারমাইন্ড কে- তা নিয়ে সরগরম দেশের রাজনীতি। রাজনৈতিক দলগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে নতুন নতুন আলোচনার জন্ম দিচ্ছেন আন্দোলনের সম্মুখসারির ছাত্র সমন্বয়করাও। এবার বোমা ফাটালেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
আজ শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে হান্নান মাসউস বলেন, ‘এই গেইম কোত্থেকে চলতেছে আমরা ঠিকই বুঝি। দোসরা আগস্ট যেখান থেকে গেইম খেলতে গিয়ে ডাউব্বা মারছেন, সেখান থেকেই নতুন গেইমের উত্থান!!! লাভ নাই.
তার সেই পোস্টে তিন ঘণ্টায় প্রায় সাড়ে ছয় হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন প্রায় ১ হাজার ২০০ জন।
উৎস: Samakal
কীওয়ার্ড: সমন বয়ক
এছাড়াও পড়ুন:
চাঁদার দাবিতে পিটিয়ে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। তারা উভয় সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।
আরো পড়ুন:
ম্যাস র্যাপিড ট্রানজিটের ভূমি অধিগ্রহণে জালিয়াতি, মামলার অনুমোদন
ফেনীতে ছাত্র হত্যা: শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট
কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ‘‘সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকি করতেন সিরাজুল ইসলাম। সে সময় শুক্কুর ও তার ভাই পাপ্পুসহ কয়েকজন সিরাজুলের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২০১৫ সালের ২৩ জুলাই তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।’’
ঢাকা/অনিক/রাজীব