গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Published: 23rd, February 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উসমান গ্রুপের মালিকানাধীন টু-পাস ড্রেসেস পোশাক কারখানার শ্রমিকরা। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার কাওরান বাজারে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে কয়েক হাজার শ্রমিক জমায়েত হয়েছে এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছেন।
বেতন-ভাতার দাবিতে গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার কাওরান বাজার এলাকার টু-পাস ড্রেসেস কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। ওই দিন মালিকপক্ষ দুদিনের সময় নেয় বেতন-ভাতা পরিশোধের জন্য। কিন্তু আজ রবিবার মালিকপক্ষের কোনো লোক না আসায় শ্রমিকেরা আবারো বিক্ষোভ শুরু করে।
আরো পড়ুন:
সুনামগঞ্জে যাত্রীবাহী দু’ বাসের সংঘর্ষ, আহত ২০
চুরি-ডাকাতি বৃদ্ধি
রাত ১০টার পর বন্ধ থাকবে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক
কারখানার শ্রমিক নিলুফা আক্তার জানান, গত বৃহস্পতিবার মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধের জন্য তারিখ দেয়। কিন্তু আজও মালিকপক্ষের কোনো লোক আসেনি। কারখানার মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য তারা রাস্তায় নেমে এসেছেন।
লায়লী নামের আরেক শ্রমিক বলেন, ‘‘কারখানা কর্তৃপক্ষ চায়না মালিকের কাছে কারখানা বিক্রি করে দিয়েছে। চায়না মালিকের লোকজন ইতোমধ্যে কারখানায় প্রবেশ করছে। আমরা আশঙ্কা করছি, চায়না মালিক এসে শ্রমিক ছাঁটাই শুরু করবে এমন কথা জানতে পারছি আমরা। তাই বাধ্য হয়ে রাস্তায় এসেছি। দুদিন সময় নিয়ে আজ সমাধানের কথা। কিন্তু আজ মালিক আসেনি।’’
শ্রমিক ঝরনা আক্তার বলেন, ‘‘সকাল ১০টার মধ্যে সমস্যা সমাধানের কথা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ নয়-ছয় করছে। এদিকে চায়না মালিকের লোকজন কারখানার বিভিন্ন সেকশন বুঝে নিচ্ছে। সরানো হচ্ছে মেশিন যন্ত্রপাতি।’’
শ্রমিক শ্যামল সরকার বলেন, ‘‘মালিক কারখানা বন্ধ করবে, বিক্রি করবে; তাতে আমাদের সমস্যা নেই। কিন্তু আমাদের ন্যায্য দাবি তো মানবে। সামনে ঈদ আসছে, এই মুহূর্তে আমাদের চাকরিচ্যুত করার পাঁয়তারা করা হচ্ছে। আজ দাবি আদায় ছাড়া সড়ক থেকে সরব না।’’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো.
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বেলা সাড়ে ১১টা থেকে শ্রমিকেরা রাস্তায় রয়েছে। রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের বুঝানো হচ্ছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা পুলিশ অব্যাহত রেখেছে।
ঢাকা/রফিক/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন ব ক ষ ভ কর ম ল কপক ষ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে