প্রজন্ম এক নয়, তবে একসঙ্গে খেলেছেন তাঁরা। বলা হচ্ছে শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির কথা। ভারতের সর্বকালের অন্যতম সেরা দুই ব্যাটসম্যানও তাঁরা। কিংবদন্তি টেন্ডুলকারের সঙ্গেও কোহলির তুলনাও করা হয় হরদম।

সব মিলিয়ে ছন্দহীন কোহলি গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করে দলকে জেতানোর পর একটি প্রশ্নও ক্রিকেটপ্রেমীদের মনে হয়তো উঁকি দিচ্ছে—পাকিস্তানের বিপক্ষে কে বেশি ভালো; টেন্ডুলকার, নাকি কোহলি।

আগেই এটা বলে নেওয়া ভালো, দুই প্রজন্মের দুই খেলোয়াড়ের তুলনা করাটা এমনিতেই খুব কঠিন। তার ওপর এখানে তুলনাটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে। প্রতিপক্ষ এক থাকলেও বোলিং আক্রমণ তো আর তা থাকেনি। তুলনা তাই কীভাবে হয়!

পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর কোহলি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ

তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?

সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’

এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’

আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ