বাংলাদেশের সামনে ৬ কোটি টাকার হাতছানি
Published: 25th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফি থেকে এরই মধ্যে বাদ পড়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও দুবাই ও পাকিস্তানে পারফরম্যান্সের ভরাডুবিতে সব ওলটপালট। ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পর নিউ জিল্যান্ডের কাছে অসহায় আত্মসম্পর্ণ করেছেন নাজমুল অ্যান্ড কোং।
বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। যারা বাংলাদেশের মতোই দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। শেষ ম্যাচে দুই দলের লক্ষ্য অভিন্ন। অন্তত একটি জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করা। তাতে কিছুটা মুখরক্ষা হবে।
সেই লড়াইয়ে রাওয়ালপিন্ডিতে ২৭ ফেব্রুয়ারি মাঠে নামবে দুই দল। শুধু তো জয়-ই নয়, এই ম্যাচ জিততে পারলে পকেট ভারী হবার সম্ভাবনাও থাকবে।
আরো পড়ুন:
বৃষ্টির পেটে অস্ট্রেলিয়া-দ.
সাহেলের ঝড়ো সেঞ্চুরিতে সেমিফাইনালে ওয়ালটন
টুর্নামেন্টে অংশগ্রহণ করে এরই মধ্যে দুই দল ১ লাখ ২৫ হাজার ডলার করে পেয়েছে। কোনো জয় পায়নি বলে বাড়তি আয় হয়নি কারো। তবে শেষ ম্যাচে একটি জয় পেলে ৩৪ হাজার ডলারের হাতছানি দুই দলেরই। সঙ্গে আরো কিছুও আছে।
টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি জানিয়েছিল, পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। এবং সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলের সামনেই তাই বিশাল অর্থের হাতছানি।
যদি পঞ্চম ও ষষ্ঠ হিসেবে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে তাহলে সব মিলিয়ে পাবে ৫ লাখ ৯ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ৬ কোটি ১৮ লাখ টাকার মতো। আর যদি সপ্তম ও অষ্টম দল হিসেবে শেষ কারে তাহলে পাবে ২ লাখ ৬৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ৩ কোটি ২১ লাখ টাকার মতো।
শেষ ম্যাচে মর্যাদার লড়াইয়ের সঙ্গে বাংলাদেশের বিশাল অঙ্কের অর্থ প্রাপ্তিরও বড় সুযোগ বাংলাদেশের। অন্তত একটি জয় নিয়ে মান বাঁচাতে পারে কিনা বাংলাদেশ সেটাই দেখার।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫