Risingbd:
2025-08-01@15:12:51 GMT

সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রী নিহত

Published: 25th, February 2025 GMT

সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রী নিহত

চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার নাজিরহাটে সিএনজি ও টেম্পুর সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী (২৩) নিহত হয়েছেন।

নিহত রেহানা আক্তার তানিয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নাজিরহাট এলাকার আজম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকার আজম সড়কে চট্টগ্রামগামী টেম্পুর সঙ্গে বিবিরহাটগামী সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিনজন সড়কে ছিটকে পড়েন।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেহানা আক্তার তানিয়াকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, আহতদের মধ্যে পারভেজ নামে এক যুবকের শরীর থেকে হাতের কব্জি আলাদা হয়ে যায়। তাকে উপজেলা কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে (চমেক) স্থানান্তর করা হয়। চমেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এছাড়া, সিএনজি যাত্রী অঞ্জনা দাস নামে এক নারী গুরুতর আহতাবস্থায় চমেকে চিকিৎসাধীন রয়েছেন। তবে নিহত পারভেজ ও আহত অঞ্জনা দাসের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চবির ফটিকছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান বলেন, “আমাদের সহপাঠী তানিয়ার বাসা হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয় থেকে সিএনজিযোগে ফটিকছড়ির কামরাঙাপাড়ায় নানাবাড়ি যাচ্ছিলেন। নাজিরহাটের আজম সড়কে বিকাল ৪টার দিকে ওই সিএনজির সঙ্গে একটি টেম্পুর ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সিএনজিতে থাকা আরেকজন যুবকও মারা গেছে।”

রাত সাড়ে ১১টায় কামরাঙাপাড়া মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে হাইওয়ে থানার এসআই শাহেদুল আলম জানান, টেম্পু ও সিএনজির সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। তবে চালকরা পলাতক রয়েছে। পারিবারিক অনুরোধে পোস্টমর্টেম না করেই ওই ছাত্রীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/মিজান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল স এনজ

এছাড়াও পড়ুন:

সৈকতে ভেসে এল দুই মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে দুইটি মৃত ডলফিন। এর মধ্যে একটি বোতলনোজ এবং অপরটি ইরাবতী প্রজাতির। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে ৮ ফুট দৈর্ঘ্যের বোতলনোজ প্রজাতির ডলফিনটি ভেসে আসে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ব্লক পয়েন্টে ৯ ফুট দৈর্ঘ্যের ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে আসে। মারা যাওয়া ডলফিন দুইটির শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‍“খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা বনবিভাগ, ব্লু-গার্ড এবং কুয়াকাটা পৌরসভার সদস্যদের বিষয়টি জানাই। পরে তাদের সহযোগিতায় ডলফিন দুইটি মাটিচাপা দেওয়া হয়েছে।” 

আরো পড়ুন:

পায়রা নদীতে ভেসে এল মৃত ডলফিন 

পদ্মার তীরে মৃত ডলফিন

ওয়ার্ল্ডফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ডলফিনের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে বিষক্রিয়ার চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে,  ট্রলিং জেলেদের অসাবধানতা ও সমুদ্রে প্লাস্টিক বৃদ্ধির কারণে এদের মৃত্যু হচ্ছে।”

মহিপুর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান বলেন, “আমি ডলফিন রক্ষা কমিটির মাধ্যমে শুনেছি। আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত ডলফিন দুইটি মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে দুর্গন্ধ না ছড়ায়।”

কুয়াকাটা সৈকতে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫টি এবং ২০২৪ সালে ১০টি ও এর আগে ২০২৩ সালে ১৫টি মৃত ডলফিন ভেসে এসেছিল।

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ