তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের তিনি আগেও দেখেছেন। এখন দেখছেন নাহিদ রানাকে। নিজে যেহেতু ফাস্ট বোলার ছিলেন, আকিব জাভেদের এই দেখাটা অবশ্যই সে দৃষ্টিতে। চ্যাম্পিয়নস ট্রফিতে আনুষ্ঠানিকতা রক্ষার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগের দিন বাংলাদেশের পেসারদের প্রশংসাই করলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

আরও পড়ুনচার দিনও টিকল না ডাকেটের রেকর্ড, ১৭৭ রান করে সবার ওপরে জাদরান৫ ঘণ্টা আগে

তবে বাংলাদেশের পেসারদের তুলনায় পাকিস্তানের ফাস্ট বোলারদেরই এগিয়ে রেখেছেন আকিব জাভেদ। আজ দুপুরে পাকিস্তানের অনুশীলনের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একবাক্যেই যেন বুঝিয়ে দিতে চাইলেন পার্থক্যটা, ‘পাকিস্তানের ফাস্ট বোলার—শাহিন, নাসিম ও হারিসরা বর্তমান এবং ভবিষ্যতেরও সেরা বোলার।’

রাওয়ালপিন্ডিতে অনুশীলনে পাকিস্তান দল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বল নিয়ে ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ ভারতের

লর্ডস টেস্টের সেই পরিবর্তিত বল আলোচনায় এল আবারও। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অভিযোগ তুলেছে, বল পরিবর্তনের সময় ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

সেই টেস্টের দ্বিতীয় দিন সকালে দারুণ বোলিং করছিলেন যশপ্রীত বুমরা। প্রথম ১৪ ডেলিভারিতে নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু মাত্র ১০ ওভারেই বল বিকৃত হয়ে পড়ে।

নিয়ম অনুযায়ী, এমন পরিস্থিতিতে সমমানের (১০ ওভার পুরোনো) বল দিয়ে পরিবর্তন করা উচিত। তবে ভারত দাবি করছে, পরিবর্তিত বলটি ছিল ৩০-৩৫ ওভার পুরোনো। বল বদলের পর পুরো সেশনেই ইংল্যান্ডের ৭ ও ৯ নম্বর ব্যাটসম্যানের বিপক্ষে আর কোনো উইকেট নিতে পারেনি ভারত।

ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, পুরোনো বলটি গড়পড়তা ১.৮৬৯ ডিগ্রি সুইং ও ০.৫৭৯ ডিগ্রি সিম মুভমেন্ট করছিল। বদলি বলের সুইং ছিল মাত্র ০.৮৫৫ ডিগ্রি, যদিও সিম কিছুটা বেশি ছিল—০.৫৯৪ ডিগ্রি। ইংল্যান্ড সেই টেস্টের প্রথম ইনিংসে ২৭১ রানে ৭ উইকেট হারালেও শেষ পর্যন্ত করে ৩৮৭ রান। ভারত শেষ পর্যন্ত টেস্ট হারে ২২ রানে।

লর্ডস টেস্টে ২২ রানে হেরেছে ভারত।

সম্পর্কিত নিবন্ধ