বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া বলেছেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে বিমানবন্দর অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ এবং এয়ার ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

শনিবার যশোরের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন সেবা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর কাজ দ্রুত এগিয়ে চলছে। পাশাপাশি শাহ্ আমানত ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ এবং সৈয়দপুরসহ অন্যান্য আঞ্চলিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এভিয়েশন খাতের এ উন্নয়ন যাত্রীসেবা, কার্গো পরিবহন এবং বৈশ্বিক কানেক্টিভিটি আরও সহজ করবে। একইসঙ্গে, বিনিয়োগ, পর্যটন, বাণিজ্য ও জরুরি সেবায় বিমান চলাচলের ভূমিকা আরও শক্তিশালী হবে। এটি দেশের সার্বিক এভিয়েশন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য সেবায় আদ্ দ্বীনের এই সেবা কার্যক্রমের প্রশংসা করে বেবিচক চেয়ারম্যান বলেন, খুলনা বিভাগের দরিদ্র ও অসহায় মানুষের জন্য আদ-দ্বীন ফাউন্ডেশনের বিনামূল্যে রোগী পরিবহন সেবা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই উদ্যোগ সংকটাপন্ন অসচ্ছল রোগীদের দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠান এমন উদ্যোগ গ্রহণ করলে সিভিল অ্যাভিয়েশন থেকে সহায়তা করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তাকে অনুধাবন করে ইমপ্রেস এভিয়েশন পরিচালিত আদ-দ্বীন ফাউন্ডেশন ইবষষ ৫০৫ হেলিকপ্টারের মাধ্যমে এই সেবা চালু করেছে, যা মানবতার সেবায় এক বিশাল অগ্রগতি।

অনুষ্ঠানে জানানো হয়, মানসম্মত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে দেশে ৮টি হাসপাতালের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে আদ-দ্বীন ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে আদ-দ্বীনের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী সংযোজন হেলিকপ্টারযোগে বিনামূল্যে রোগী পরিবহনসেবা। যশোর আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনার আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত হেলিপ্যাডে হেলিকপ্টার দুটি অবতরণ করবে। সেখান থেকে আদ-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত ৮টি হাসপাতালে জরুরি রোগী স্থানান্তরের সেবা পাবে। খুলনা বিভাগের চিহ্নিত ৫৮৭টি স্পটে হেলিকপ্টার অবতরণ করতে পারবে।

আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা.

মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল মজিদ, কাস্টমস হাউজ ঢাকার কমিশনার জাকির হোসেন, যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনির্ভাসিটি হসপিটালের পেডিয়েট্রিশিয়ান কনসালটেন্ট ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডা. শেখ মহিউদ্দিন, আকিজ অ্যাভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর মুয়াজ রাকিব, আদ-দ্বীন ফাউন্ডেশন উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান, আদ-দ্বীন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. জামালুন্নেসা, আরআরএফের নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস, যশোর প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: পর চ ল

এছাড়াও পড়ুন:

বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন একই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী আল ফারুক আব্দুল লতিফ। 

নিজের ফেসবুক পোস্টে আল ফারুক আব্দুল লতিফ লিখেছেন, “বিএনপি মনোনীত প্রার্থী এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে আমি ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, আমরা এক প্রাণবন্ত নির্বাচনি মাঠের লড়াইয়ে নামব এবং আমাদের সংসদীয় আসনকে দেশের বুকে উদার, সহনশীল ও গণতান্ত্রিক হিসেবে তুলে ধরতে পারব, ইনশাআল্লাহ।”

আরো পড়ুন:

টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান 

মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়েও এমন শুভেচ্ছা বার্তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

নীলফামারীর ভোটার আহমেদ ইসলাম বলেন, “আমার জানামতে, এর আগে এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আচরণ দেখিনি। দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েও একজন আরেকজনকে এভাবে অভিনন্দন জানানো সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

আল ফারুক আব্দুল লতিফ বলেন, “আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। যেই জয়লাভ করুক না কেন, নীলফামারীর উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে চাই।”

ঢাকা/সিথুন/বকুল

সম্পর্কিত নিবন্ধ