পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া ৫ জন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা টাঙ্গাইলে শিক্ষাসফরের বাসে ডাকাতির সঙ্গেও জড়িত বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী।

তিনি বলেন, “গত ২৫ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় স্কুল বাসে ডাকাতির পর সারা দেশে পুলিশ ডাকাতদের ধরতে অভিযান শুরু করে। এরই সূত্র ধরে টাঙ্গাইল জেলা পুলিশের একটি দল ডাকাতদের অবস্থান নিশ্চিত করতে রংপুরে আসেন। একপর্যায়ে ডাকাতদের অবস্থান পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে দেখা যায়। পরে টাঙ্গাইল জেলা পুলিশ পঞ্চগড় জেলা পুলিশকে বিষয়টি অবগত করেন।”

পুলিশ সুপার বলেন, “টাঙ্গাইল পুলিশের দেওয়া তথ্যের ওপর নির্ভর করে জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে। এরই মাঝে খবর পাওয়া যায় তেঁতুলিয়ার অজিজনগর এলাকায় বেলায়েত মাস্টারের বাড়িতে ডাকাতি হচ্ছে। পরে তেঁতুলিয়ায় একদিকে গ্রামগুলোতে তল্লাশি অন্যদিকে সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। পরে রবিবার সকালে তেঁতুলিয়া থেকে ভজনপুর দিয়ে বাসযোগে ডাকাতরা পালানোর সময় ভজনপুর চেক পোস্টে বাস থামিয়ে তল্লাশি  করলে ৫ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার টাকাসহ সোনা ও রুপার স্বর্ণালংকার উদ্ধার করা হয়।”

স্থানীয় কেউ জড়িত আছে কিনা বা ডাকাত দলের আরো কোনো সদস্য পঞ্চগড়ে লুকিয়ে আছে কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, “এই চক্রের সাথে আরো কয়েকজন ছিল। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ।”

গ্রেপ্তার হওয়া আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য হলেন-রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি হরিপুর এলাকার আব্দুল আজিজের পুত্র আনোয়ার হোসেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেপুর ইউনিয়নের মকিমপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র শরিফুল ইসলাম, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার লালদিঘী ফতেপুর ফকিরপাড়া ইউনিয়নের আজমপুর গ্রামের বাদশা ফকিরের পুত্র হাসানুর, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সানেরহাট পালানো শাহপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র আয়নাল, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আজিমপুর মির্জাপুর গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র মো.

তহিদুল ইসলাম।

এর আগে, গত রবিবার এই ৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৩ জনের নামে তেঁতুলিয়া থানায় একটি মামলা করেন তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার ভুক্তভোগী বেলায়েত হোসেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও তেঁতুলিয়া থানার এসআই বদিউজ্জামান মামলা জানান, আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য তেঁতুলিয়া আমলি আদালত-৪ এ নিয়ে আসা হয়েছে। জবানবন্দিতে স্বীকার না করলে রিমান্ডের আবেদন করা হবে। 

পঞ্চগড়/নাঈম/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর জ উপজ ল র

এছাড়াও পড়ুন:

৪৪তম বিসিএসের ৪০০ রিপিট ক্যাডার বাদ দিচ্ছে সরকার, নতুন সিদ্ধান্ত আসছে

৪৪তম বিসিএসে পুনরাবৃত্তি হওয়া ৪০০ ক্যাডারকে বাদ দেওয়া হচ্ছে। তারা ৪৩তম বিসিএসে বা আগের বিসিএসে যে ক্যাডারে আছেন ৪৪তম বিসিএসেও একই ক্যাডার পেয়েছিলেন। এই ৪০০ ক্যাডারকে নিয়ে সিদ্ধান্ত দ্রুতই হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা।

প্রথম আলোকে ওই কর্মকর্তা আজ বৃহস্পতিবার বলেন, ৪০০ ক্যাডারকে নিয়ে পিএসসির কিছু সুপারিশ আমরা পেয়েছি। এগুলো বাদ দিতে সরকার কাজ করছে। বাদ দিলে কি করা হবে তা নিয়েও কাজ করছে সরকার। এখন পিএসসিকে এ বিষয় নিয়ে একটি মতামত দিতে বলা হয়েছে। পেলেই তা পর্যালোচনা করে এ বিষয়ে প্রজ্জাপন দেওয়া হবে। এটি যাতে স্থায়ীভাবে বন্ধ হয় সেজন্য আমরা কাজ করছি।

আরও পড়ুন৪৯তম বিসিএস: অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা৩০ জুলাই ২০২৫

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুন প্রকাশিত হয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে মনোনীত করেছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১ হাজার ৬৯০ জনের মধ্যে প্রায় ৪০০ জন প্রার্থী একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হয়েছেন (রিপিট ক্যাডার)। এই ৪০০ জনের তালিকা পেয়েছে পিএসসি। এই রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন করা হচ্ছে। এ–সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় পিএসসি।

পিএসসি জনপ্রশাসনের চিঠিতে বলছে, এই রিপিট ক্যাডারের ফলে নতুন ও অপেক্ষমাণ মেধাবীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এটি প্রশাসনিক কাঠামো ও জনসম্পদের সদ্ব্যবহারে বাধা সৃষ্টি করছে। এখন এটি অনুমোদনের অপেক্ষায় আছে।

একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করার জন্য বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪–এর বিধি-১৭ এর শেষে নিম্নোক্ত শর্ত যুক্ত করার প্রস্তাব করেছে পিএসসি।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫শর্তে কী আছে—

পিএসসির চিঠিতে শর্ত হিসেবে বলা আছে, ‘তবে শর্ত থাকে যে এই বিধির আওতাধীন সরকারের নিকট সুপারিশ প্রেরণ করিবার প্রাক্কালে, কিংবা কোনো বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রস্তুতকালে, সংশ্লিষ্ট প্রার্থী কর্তৃক প্রদত্ত লিখিত তথ্যের ভিত্তিতে কিংবা কমিশন কর্তৃক নির্ধারিত কোনো পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি কমিশনের নিকট প্রতীয়মান হয় যে এই বিধির আওতাধীন মনোনয়নযোগ্য কিংবা মনোনীত কোনো প্রার্থী একই ক্যাডার পদ, সমপদ কিংবা প্রার্থীর আগ্রহ নেই এমন কোনো সার্ভিস বা ক্যাডার পদে পুনরায় মনোনীত হইবার কারণে মনোনীত সার্ভিসে বা ক্যাডার পদে যোগদান করিতে অনিচ্ছুক, এইরূপ ক্ষেত্রে কমিশন অনাগ্রহ প্রকাশকারী প্রার্থীকে এই বিধির আওতাধীন সরকারের নিকট সুপারিশ করা হইতে বিরত থাকিতে পারিবে; আরও শর্ত থাকে যে প্রথম শর্তাংশে বর্ণিত বিধান অনুযায়ী কোনো প্রার্থীকে সুপারিশ করা হইতে বিরত থাকিবার কারণে উদ্ধৃত শূন্য পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রেরণ করিবার জন্য উত্তীর্ণ প্রার্থিগণের মধ্য হইতে মেধাক্রম অনুযায়ী প্রার্থী নির্বাচনপূর্বক কমিশন সম্পূরক ফলাফল প্রকাশ এবং সার্ভিসে বা ক্যাডার পদে নিয়োগের জন্য সরকারের নিকট সুপারিশ প্রেরণ করিতে পারিবে;আরও অধিকতর শর্ত থাকে যে দ্বিতীয় শর্তাংশে উল্লিখিত সম্পূরক ফলাফল দ্বারা বা উহার পরিণতিতে প্রথম ঘোষিত ফলাফলে সার্ভিস বা ক্যাডার পদের জন্য মনোনীত কোনো প্রার্থীর প্রতিকূলে কোনো পরিবর্তন ঘটানো কিংবা সিদ্ধান্ত গ্রহণ করা যাইবে না।’

আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের২৯ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ