লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন নিয়ে বিরোধ কাটছে না। কমিটি ঘোষণার পর দলের ভেতরে বিরোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রামগঞ্জ পৌর শহরে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যুবদলের একাংশের নেতা-কর্মীরা। বিক্ষোভে কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দুপুরের পর যুবদলের নেতা-কর্মীরা রামগঞ্জ শহরের সোনাপুর চৌরাস্তায় জড়ো হন। এ সময় তাঁরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন। পরে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন ওরফে পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জেলা যুবদলের নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নূর প্লাজা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত শনিবার কবির হোসেনকে রামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ও আবদুল সাত্তার মজুমদারকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া জামাল হোসেনকে পৌর যুবদলের আহ্বায়ক ও মিজানুর রহমানকে সদস্যসচিব করে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি। এরপর ওই দিনই উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত এই কমিটি নিয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন নেতা-কর্মীরা।

রামগঞ্জের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন, পৌর যুবদলের সাবেক সভাপতি মো.

আলাউদ্দিন, সাবেক প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সদস্য মারুফ হোসেন ভূঁইয়া প্রমুখ।

গিয়াস উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, যাঁরা ১৭ বছর দলের জন্য নিবেদিত ছিলেন, মামলা-হামলা ও মাসের পর মাস জেলে ছিলেন, তাঁদের বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এই পকেট কমিটি নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না। আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য করা এ কমিটি অবিলম্বে বাতিল না করলে রামগঞ্জ যুবদলের নেতা-কর্মীরা গণপদত্যাগ করবেন।

শনিবার লক্ষ্মীপুরে যুবদলের ১১টি শাখার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির প্রেস বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়।

এসব কমিটির অনুমোদন দেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সদস্যসচিব আবদুল আলিম হুমায়ুন।

জানতে চাইলে জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন প্রথম আলোকে বলেন, ‘বিক্ষোভ মিছিলের বিষয়টি শুনেছি। বিগত আন্দোলন–সংগ্রামে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। সংগঠনকে গতিশীল করতে তাঁরা সর্বোচ্চ ভূমিকা রাখবেন। দায়িত্বপ্রাপ্ত নেতা–কর্মীরা আগামী তিন মাসের মধ্যে তাঁদের অধীন সব শাখার সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র মগঞ জ উপজ ল প র য বদল র য বদল র ন কর ম র সদস য

এছাড়াও পড়ুন:

সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।

টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।

অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ

সম্পর্কিত নিবন্ধ