চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছে নিউজিল্যান্ড। ওপেনিং জুটি ভাঙলেও রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন দলকে এগিয়ে নিচ্ছেন।
লাহোরে নিউজিল্যান্ড ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৯ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার রাচিন ৫৬ রান করেছেন। তার সঙ্গে উইলিয়ামসন ২৬ রানে খেলছেন।
ফিরলেন উইল ইয়ং: রাচিন রবীন্দ্র ও উইল ইয়ংয়ের দারুণ ওপেনিং জুটি ভেঙেছেন লুঙ্গি এনগিডি। তারা ৪৮ রান যোগ করেন। ইয়ং খেলেন ২৩ বলে ২১ রানের ইনিংস।
নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারেল মিশেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিশেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিনসন, উইলিয়াম ও’রর্কি।
দক্ষিণ আফ্রিকার একাদশ: রায়ান রিকেলটন, টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেনম, ডেভিড মিলার, ওয়ান মুলদার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিডি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইল য় ম
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় ব্যবসায়ীকে লক্ষ্য করে দূর্বৃত্তদের গুলি
ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় মোটর সাইকেল যোগে এসে আফসার করিম প্লাজার মালিক নান্টু নামের এক ব্যবসায়ীকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেছেন দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১ মে) রাত ৮টার দিকে পাগলা বাজার আফসার করিম প্লাজার সামনে ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতক্ষ্যদর্শী ফল ব্যবসায়ী উত্তম সাংবাদিকদেট জানান, আমি রাস্তার পাশে ফল নিয়ে বসে ছিলাম এমন সময় দেখলাম পাগলা বাজার আবসার করি প্লাজারের মালিক আলহাজ্ব নান্টু সাহেব অপর এক দোকান থেকে ফল কিনছিলেন।
এমন সময় তিনি গাড়িতে উঠার সময় তাকে লক্ষ্য করে দুইজন যুবক এলোপাথারি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, গুলির সময় ব্যবসায়ী নান্টু তার ব্যবহৃত প্রাইভেট কারে দ্রুত উঠে পড়েন। পরে সেখান থেকে তিনি গাড়ি নিয়ে ফতুল্লার দিকে চলে যান। অপরদিকে হামলাকারী সন্ত্রাসীরা মোটর সাইকেল নিয়ে ঢাকার শ্যামপুরের দিকে পালিয়ে যায়।
ঘটনাস্থলে গাড়িতে গুলি করা কাচঁ পরে থাকতে দেখা যায়। কোন হতাহতের খবর পাওয়া যায়নি, এ ঘটনার পর থেকে পাগলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি প্রাথমিকভাবে ঘটনা সত্যতা পাওয়া গেছেন তদন্তপূর্বক আইনগনের ব্যবস্থা নেওয়া হবে।