ফাইনালে যাওয়ার লড়াইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ৩৬২ রানের সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। বিশাল রান তাড়া করতে নেমে ভালো জবাব দিলেও তিন উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।
লাহোরে দক্ষিণ আফ্রিকা ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রান করেছে। এইডেন মার্করাম ১৮ রানে ক্রিজে আছেন। তার সঙ্গী হেনরিক ক্লাসেন।
প্রোটিয়াদের ডুসেন ধাক্কা: নিউজিল্যান্ডের বড় রানের জবাবে ভালো ব্যাটিং করতে থাকা রেসি ফন ডার ডুসেন ফিফটির পর ফিরেছেন। তিনি ৬৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কা মারেন। ইনিংসের ২৭তম ওভারে দলের ১৬১ রানে আউট হন তিনি।
ফিরলেন রিকেলটন-বাভুমা: নিউজিল্যান্ডের বড় রান তাড়া করতে নেমে প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন দলের ২০ রানে সাজঘরে ফিরে যান। তিনি ১৭ রান করেন। এরপর বাভুমা ও ফন ডার ডুসেন ১০৫ রান যোগ করেন। বাভুমা ৭১ বলে ৫৬ রান করে ফিরে গেছেন।
রাচিন-উইলিয়ামসনের সেঞ্চুরি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের দুই ব্যাটার রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন সেঞ্চুরি করেছেন। রাচিন ১০১ বলে ১০৮ রান করেছেন। ১৩টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। উইলিয়ামসন ৯৪ বলে ১০২ রান করেন। তিনি ১০টি চার ও দুটি ছক্কা মারেন।
মিশেল-ফিলিপসের ব্যাটে রান: নিউজিল্যান্ডের রান বড় করতে ড্যারেল মিশেল ও গ্লেন ফিলিপস ভালো ব্যাটিং করেছেন। মিশেল ৩৭ বলে ৪৯ রান করেন। ফিলিপস ২৭ বলে ৪৯ রানের ইনিংস খেলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র ন কর
এছাড়াও পড়ুন:
মালাইকার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই অভিনেত্রীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে। খবর বলিউড হাঙ্গামার
সমন জারির পরও গত ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, অভিনেত্রী ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।
মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে