চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে যে ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর
Published: 8th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র অপরাজিত দল ভারত ফাইনালে উঠলেও, সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করছেন, শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডও সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই মহারণে কে জয়ী হবে, তা নির্ধারণ করবে দুই দলের পারফরম্যান্সের সামান্য ব্যবধান।
আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, ‘যদি কোনও দল ভারতকে হারানোর ক্ষমতা রাখে, তবে সেটা নিউজিল্যান্ড।’ যদিও রোহিত শর্মার দল ফেভারিট হিসেবে শুরু করবে, তবে ব্যবধান খুব বেশি নয় বলে মনে করেন তিনি।
ফাইনালের সম্ভাব্য ম্যাচসেরা খেলোয়াড় নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন শাস্ত্রী। তার মতে, অলরাউন্ডারদের মধ্য থেকেই উঠতে পারে ম্যাচের নায়ক। তিনি বলেন, ‘ভারতের পক্ষে অক্ষর প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজা এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ম্যাচসেরা হতে পারেন।’ ফিলিপসের ব্যাটিং, ফিল্ডিং ও বল হাতেও অবদান রাখার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।
এছাড়া শাস্ত্রী মনে করছেন, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র ফাইনালে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। তাদের ফর্ম ফাইনালের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলতি টুর্নামেন্টে কোহলি ও উইলিয়ামসন উভয়েই একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র দুর্দান্ত ফর্মে রয়েছেন, ইতিমধ্যেই দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার একটি এসেছে সেমিফাইনালে। শাস্ত্রী বলেন, ‘যখন কোহলি কিংবা উইলিয়ামসনের মতো খেলোয়াড়রা ছন্দে থাকেন, তখন তারা প্রতিপক্ষের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।