চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে যে ভবিষ্যদ্বাণী শাস্ত্রীর
Published: 8th, March 2025 GMT
চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র অপরাজিত দল ভারত ফাইনালে উঠলেও, সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করছেন, শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডও সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই মহারণে কে জয়ী হবে, তা নির্ধারণ করবে দুই দলের পারফরম্যান্সের সামান্য ব্যবধান।
আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, ‘যদি কোনও দল ভারতকে হারানোর ক্ষমতা রাখে, তবে সেটা নিউজিল্যান্ড।’ যদিও রোহিত শর্মার দল ফেভারিট হিসেবে শুরু করবে, তবে ব্যবধান খুব বেশি নয় বলে মনে করেন তিনি।
ফাইনালের সম্ভাব্য ম্যাচসেরা খেলোয়াড় নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন শাস্ত্রী। তার মতে, অলরাউন্ডারদের মধ্য থেকেই উঠতে পারে ম্যাচের নায়ক। তিনি বলেন, ‘ভারতের পক্ষে অক্ষর প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজা এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ম্যাচসেরা হতে পারেন।’ ফিলিপসের ব্যাটিং, ফিল্ডিং ও বল হাতেও অবদান রাখার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।
এছাড়া শাস্ত্রী মনে করছেন, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র ফাইনালে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। তাদের ফর্ম ফাইনালের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চলতি টুর্নামেন্টে কোহলি ও উইলিয়ামসন উভয়েই একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র দুর্দান্ত ফর্মে রয়েছেন, ইতিমধ্যেই দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার একটি এসেছে সেমিফাইনালে। শাস্ত্রী বলেন, ‘যখন কোহলি কিংবা উইলিয়ামসনের মতো খেলোয়াড়রা ছন্দে থাকেন, তখন তারা প্রতিপক্ষের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ইন ল
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট