চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র অপরাজিত দল ভারত ফাইনালে উঠলেও, সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করছেন, শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডও সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুবাইয়ে অনুষ্ঠিতব্য এই মহারণে কে জয়ী হবে, তা নির্ধারণ করবে দুই দলের পারফরম্যান্সের সামান্য ব্যবধান।

আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেন, ‘যদি কোনও দল ভারতকে হারানোর ক্ষমতা রাখে, তবে সেটা নিউজিল্যান্ড।’ যদিও রোহিত শর্মার দল ফেভারিট হিসেবে শুরু করবে, তবে ব্যবধান খুব বেশি নয় বলে মনে করেন তিনি।

ফাইনালের সম্ভাব্য ম্যাচসেরা খেলোয়াড় নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন শাস্ত্রী। তার মতে, অলরাউন্ডারদের মধ্য থেকেই উঠতে পারে ম্যাচের নায়ক। তিনি বলেন, ‘ভারতের পক্ষে অক্ষর প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজা এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ম্যাচসেরা হতে পারেন।’ ফিলিপসের ব্যাটিং, ফিল্ডিং ও বল হাতেও অবদান রাখার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।

এছাড়া শাস্ত্রী মনে করছেন, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র ফাইনালে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। তাদের ফর্ম ফাইনালের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চলতি টুর্নামেন্টে কোহলি ও উইলিয়ামসন উভয়েই একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি করেছেন। অন্যদিকে, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র দুর্দান্ত ফর্মে রয়েছেন, ইতিমধ্যেই দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার একটি এসেছে সেমিফাইনালে। শাস্ত্রী বলেন, ‘যখন কোহলি কিংবা উইলিয়ামসনের মতো খেলোয়াড়রা ছন্দে থাকেন, তখন তারা প্রতিপক্ষের জন্য বড় বাধা হয়ে দাঁড়ান।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ইন ল

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ