কিশোরগঞ্জে পিকআপচাপায় প্রাণ গেল কলেজছাত্রের
Published: 9th, March 2025 GMT
কিশোরগঞ্জের করিমগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় হৃদয় মিয়া (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় মিয়া উপজেলার পশ্চিম নোয়াবাদ গ্রামের আবু বাক্কারের ছেলে। তিনি করিমগঞ্জ সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বলেন, ‘‘শনিবার বিকেলে অটোরিকশাযোগে আশনপুর সেতু এলাকায় ঘুরতে যান হৃদয়। এ সময় পেছন থেকে একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হৃদয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু, পথেই তার মৃত্যু হয়।’’
ঢাকা/রুমন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে