গ্রামারলি

ইংরেজির ভুল এড়িয়ে ই–মেইল বা অনলাইনে ক্লাস অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে গ্রামারলি বেশ জনপ্রিয়। বিনা মূল্যের এই ক্রোম এক্সটেনশন ব্যবহার করে ইংরেজি ব্যাকরণ ও বানানের ত্রুটি শনাক্ত করা যায়। সেই সঙ্গে ভালো শব্দ ও বাক্য গঠনের পরামর্শও পাওয়া যায়। এই এক্সটেনশনটি ব্রাউজারে যোগ করে নিতে পারেন এই লিংক থেকে।

টুডুইস্ট

টুডুইস্ট মূলত একটি ‘টাস্ক ম্যানেজমেন্ট’ বা কাজ গুছিয়ে রাখতে সহায়ক ক্রোম এক্সটেনশন। এই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্প, অ্যাসাইনমেন্ট এক জায়গায় সংগঠিত করা যায়। কোন কাজ কতটুকু করা হয়েছে, কী করতে হবে, গুগল ক্যালেন্ডারের মাধ্যমে নোটিফিকেশন তৈরির সুযোগও থাকে। কোন বই পড়বেন, কোন নিবন্ধ কতটুকু পড়েছেন, আগামীকাল কী করবেন, কোন কাজ কতটা গুরুত্বপূর্ণ, বন্ধুদের সঙ্গে কাজ ভাগাভাগির তথ্য থেকে শুরু করে কাজের ডেডলাইন মনে করিয়ে দিতে পারে টুডুইস্ট এক্সটেনশন। বিস্তারিত দেখুন এই লিংকে।

নয়েজলি

অনেক সময় আমরা এক কাজে ইন্টারনেট ব্যবহার শুরু করে একটু পর হারিয়ে যাই। কী খুঁজতে এসেছি, আর কী করছি, মনে থাকে না। কাজে মনোযোগ দেওয়ার জন্য নয়েজলি এক্সটেনশন বেশ কার্যকর। পড়ালেখা বা অ্যাসাইনমেন্ট করার সময় এই এক্সটেনশন একধরনের শব্দ তৈরি করে, যা আপনাকে মনোনিবেশ করতে সাহায্য করবে। ইচ্ছা করলে আপনি বৃষ্টি বা ক্যাফের পরিবেশ কিংবা সবুজ কোনো বনের পরিবেশ এই এক্সটেনশন দিয়ে তৈরি করতে পারেন। নয়েজলি ব্রাউজারে যোগ করতে পারেন এই লিংক থেকে।

আরও পড়ুন৮ মাস প্রশিক্ষণ নিয়ে জাপানে চাকরির সুযোগ২৩ ফেব্রুয়ারি ২০২৫গুগল ডিকশনারি

গুগল ডিকশনারি আরেকটি জনপ্রিয় ক্রোম এক্সটেনশন। এটি ব্যবহার করলে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট বা অনলাইন পিডিএফ পড়ার সময় কঠিন কঠিন শব্দের অর্থ সহজে বের করতে পারবেন। এই এক্সটেনশন চালু থাকলে শুধু একটি শব্দের অর্থ দেখতে তার ওপর ডাবল ক্লিক করলেই চলবে। গুগল শব্দের অর্থ, উদাহরণসহ দেখিয়ে দেবে। বিস্তারিত দেখুন এই লিংকে।

এভারনোট ওয়েব ক্লিপার

আমরা নানা প্রয়োজনে বহু ওয়েবসাইট ভিজিট করি। কোন ওয়েবসাইট কেন ভিজিট করি, অনেক সময় তা মনে রাখতে পারি না। এভারনোট ওয়েব ক্লিপার এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে আপনি বিভিন্ন ওয়েবসাইটের তথ্য আলাদা বুকমার্ক করে রাখতে পারেন। একই সঙ্গে বিভিন্ন আর্টিকেল ও ছবি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ক্লাসের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনের জন্য ছবির মতো নানা তথ্য এই এক্সটেনশনের মাধ্যমে সংরক্ষণ করা যায়। বিস্তারিত এই লিংকে।

আরও পড়ুনবিখ্যাত মনোবিজ্ঞানীর মতে, অফিসের যে ৪টি নিয়ম বাতিল করার এখনই সময় ০৬ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য স ইনম ন ট ব যবহ র ন এই ল

এছাড়াও পড়ুন:

পিকিং বিশ্ববিদ্যালয়ে বংশে তিনি প্রথম, তাই এত আয়োজন

চীনে উচ্চশিক্ষার জন্য অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া দেশটির যেকোনো শিক্ষার্থীর জন্য দারুণ সম্মানের। এ বছর পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন লি গুওইয়াও।

লির বাড়ি জেজিয়াং প্রদেশের ওয়েনজউ শহরে। এর আগে তাঁর বংশে শত বছরের ইতিহাসে কেউ পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। এত বড় সম্মানের উপলক্ষ উদ্‌যাপন করতে তাই বিন্দুমাত্র কার্পণ্য করেননি লির পরিবার ও গ্রামের বাসিন্দারা। রীতিমতো লালগালিচা বিছিয়ে, মোটর শোভাযাত্রা করে, ব্যান্ড বাজিয়ে পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করা লিকে সংবর্ধনা দেন তাঁরা, সঙ্গে ছিল ভূরিভোজের ব্যবস্থা। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এই সংবর্ধনার ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়।

চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জাতীয় পর্যায়ে একটি পরীক্ষা নেওয়া হয়। যেটি ‘গাওকাও’ নামে পরিচিত। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা বেশ কঠিন। পরীক্ষায় মোট ৭৫০ নম্বরের মধ্যে লি পেয়েছেন ৬৯১।

লির গ্রামের এক প্রতিবেশী জানান, লির বাবা নির্মাণশ্রমিক। লির মা মাত্র ২ হাজার ৮০০ ইউয়ান বেতনে একটি সুপারশপে কাজ করেন। সত্যি বলতে, ছেলেটি সম্পূর্ণ নিজের চেষ্টা আর পরিশ্রমে এটা অর্জন করেছেন।

প্রতিবেশী আরেক গ্রামবাসী বলেন, লি তাঁর বাবার কাছ থেকে পাওয়া একটি পুরোনো মুঠোফোন দিয়ে প্রশ্নোত্তর অনুশীলন করতেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় গ্রামের গ্রন্থাগারে বসে পরীক্ষার প্রশ্নপত্র হাতে লিখে তারপর সেগুলো অনুশীলন করতেন। মাধ্যমিকে তিনি কখনো কোনো প্রাইভেট শিক্ষকের কাছে পড়েননি।

লিকে সংবর্ধনা দিতে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ভেঙে তাঁদের গ্রামের পূর্বপুরুষদের মন্দিরের প্রধান ফটক খোলা হয়, যা একটি বিশেষ সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত।

লিকে সংবর্ধনা দেওয়ার ছবি ও ভিডিও চীনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইনে একজন লেখেন, ‘পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ৬৯১ নম্বর! এটা অবিশ্বাস্য। সত্যিই পুরো পরিবারের মুখ উজ্জ্বল করেছে!’

তবে কেউ কেউ এই জমকালো উদ্‌যাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তাঁরা বলেছেন, এটা কি একটু বাড়াবাড়ি নয়? উৎসবটা খুবই জাঁকজমকপূর্ণ, এতে ছেলেটার ওপর অকারণ চাপ তৈরি হতে পারে। স্নাতক হওয়ার পর কি পরিবার তাঁর কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করবে না?

সম্পর্কিত নিবন্ধ