চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে ওপেনিং জুটিতে ভালো শুরু পেলেও একশ’ রানের পর ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে নিউজিল্যান্ড। ধাক্কা সামাল দেওয়ার চেষ্টায় ক্রিজে আছেন ড্যারেল মিশেল ও গ্লেন ফিলিপস।

নিউজিল্যান্ড ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৪ রানে ব্যাট করছে। মিশেল ৪৯ বলে ২৫ ও ফিলিপস ৩ রানে খেলছেন।

নির্ভার ওপেনিং জুটি: উইল ইয়ং ও রাচিন রবীন্দ্র মিলে ৭.

৫ ওভারে ৫৭ রানের ওপেনিং জুটি গড়েন। প্রথমে ইয়ং ফিরে যান ১৫ রানে করে। লেগ স্পিনার বরুণ চক্রবর্তী তাকে সাজঘরে ফেরান। এরপর ২৯ বলে ৩৭ করা রাচিনকে বোল্ড করেন অন্য লেগ স্পিনার কুলদীপ যাদব।

কেন-ল্যাথাম ব্যর্থ: বড় ম্যাচে নিউজিল্যান্ডকে ব্যাট হাতে ভরসা দিতে হতো কেন উইলিয়ামসনের। কিন্তু ১১ রানে দলটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার আউট হন। তাকেও আউট করেন কুলদীপ। মিডলে নির্ভরতার নাম টম ল্যাথামও ভারতের স্পিনে খেই হারান। তিনি ১৪ রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন।  

শিরোপা লড়াইয়ের ম্যাচে কিউইদের পেস আক্রমণের নেতা ম্যাট হেনরিকে ছাড়া খেলতে হচ্ছে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন তিনি। অধিনায়ক স্যান্টনার তাকে পাওয়ার আশা করলেও ছিটকে গেছেন আসরে সর্বাধিক উইকেট নেওয়া পেসার।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুন চক্রবর্তী।

নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রুর্ক।

উৎস: Samakal

কীওয়ার্ড: রব ন দ র উইক ট

এছাড়াও পড়ুন:

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। 

আরো পড়ুন:

সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

জামালপুরে জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার

ঢাকা/নুর/বকুল

সম্পর্কিত নিবন্ধ