বাউফলে কৃষকের তরমুজ লুটের ঘটনায় সমালোচিত সেই বিএনপি নেতাকে অব্যাহতি অব্যাহতি
Published: 9th, March 2025 GMT
ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল জব্বার মৃধা ও সদস্যসচিব আপেল মাহমুদ স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। একই চিঠিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে একই কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো.
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারিত হয়। পটুয়াখালী জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংসু সরকারের নির্দেশে এটির তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ বলেন, এর আগেও লুটতরাজের অভিযোগে তাঁকে (এনায়েত) লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। বরং আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি ও তাঁর দুই ছেলে।
গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার খেত থেকে ৮৬০টি তরমুজ কেটে ট্রলারে উঠিয়ে বরিশালে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব এলাকার কৃষক মো. মানিক ব্যাপারী। দুপুর ১২টার দিকে বিএনপি নেতা এনায়েত হোসেনের ছেলে মো. সাইফুল (৩৫) দেশি অস্ত্রসহ ২০-২৫ জনের একটি দল নিয়ে ট্রলারের চালককে মারধর করেন। এরপর চর রায়সাহেব থেকে তরমুজভর্তি ট্রলারটি ছিনিয়ে নিয়ে নিমদী লঞ্চঘাটের দক্ষিণ পাশে ইটভাটার কাছে নিয়ে নোঙর করে রাখেন। খবর পেয়ে কৃষক মানিক ব্যাপারী সেখানে গিয়ে ট্রলারসহ তরমুজ ফেরত চাইলে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন সাইফুল ও তাঁর লোকজন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে মানিক ব্যাপারী ও তাঁর ছেলে সাগরকে মারধর করে তরমুজ অন্য ট্রলারে উঠিয়ে নিয়ে যান সাইফুল। পরে ছয় হাজার টাকার বিনিময়ে ট্রলার ফেরত দেওয়া হয়।
এ ঘটনায় মো. মানিক ব্যাপারী বাদী হয়ে মো. সাইফুল ইসলাম, বিএনপি নেতা এনায়েত হোসেনসহ ৪ জনের নাম উল্লেখ করে আরও ২৫ অজ্ঞাতনামা ব্যক্তির নামে বাউফল থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র তরম জ ব উফল উপজ ল
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব