‘অসহ্য, এমন জঘন্য সিনেমাও হয়’, ‘এ জন্যই তো বলিউডে স্বজনপ্রীতি নিয়ে এত কথা হয়।’ মন্তব্যগুলো দর্শকদের। গত শুক্রবার রাতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন হিন্দি সিনেমা ‘নাদানিয়া’। মুক্তির পর সিনেমাটির তীব্র সমালোচনা করেছেন অনেক দর্শকও, অনেকে ট্রলও করেছেন। মুক্তির পর সিনেমাটি সম্পর্কে দর্শকের বিরূপ প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সেখানেই উঠে এসেছে এ তথ্য।
এক্সে এক দর্শক লিখেছেন, ‘আপনি যদি সিনেমাটি দেখেন, ১০ মিনিটের মধ্যে প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন বাতিল করবেন।’
আরেকজন এক্সে লিখেছেন, ‘পাঁচ মিনিটের মধ্যেই সিনেমাটি এত অসহ্য হয়ে ওঠে আর দেখা যায় না।’ সিনেমাটি দিয়েই বলিউডে অভিষেক হলো সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানের। ছবিতে তাঁর নায়িকা শ্রীদেবী কন্যা খুশি কাপুর।
‘নাদানিয়া’ সিনেমার দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী