জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি...
Published: 11th, March 2025 GMT
‘জেলের দাগ একবার যার লাগছে, সেই দাগি। সারাটা জীবন’। সংলাপটি শোনা গেলো ঈদে মুক্তি পেতে যাওয়া ‘দাগি’ সিনেমার টিজারে। শিহাব শাহীনের সিনেমাটির কথা সিনেমাপ্রেমী প্রায় সবাই জানা। কারণ, এই সিনেমায় আছেন আফরান নিশো। ফার্স্ট লুক পোস্টারের পর পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিকেল ৩টা ৩০ মিনিটে প্রকাশ পেলো টিজার।
ঈদের সিনেমা হিসেবে ঘোষণা করার পর ‘দাগি’ ছিল দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। তাই হয়তো আর দেড়ি করলেন না। সিনেমার সম্পূর্ণ কাজ শেষে না হলেও দর্শকের সামনে আনলেন ১ মিনিট ১১ সেকেন্ড টিজার, যেখানে পাওয়া গেছে থ্রিলার ও অ্যাকশনের আভাস।
‘দাগি’ নির্মাতা শিহাব শাহীন সমকালকে বলেন, ‘কয়েকদিন আগেই সিনেমার শুটিং শেষ করেছে। প্রচার-প্রচারণার অংশ হিসেবে আজ টিজার মুক্তি দেওয়া হল। শিগগিরিই সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যাবে। এর মাঝেই ভালো দিন দেখে গানগুলো রিলিজ করবো। এরপর সংবাদ সম্মেলন করে সবাইকে নিয়ে আনুষ্ঠানিক প্রচারে নামবো।’
টিজার দেখে অবশ্য দর্শক ভাবতে বাধ্য হচ্ছেন গল্প নিয়ে। তবে এই সিনেমায় জেল জীবন বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে এগিয়ে যাবে তা অনায়াসেই বলা হয়। আছে প্রেমেরও ছোয়া।
এছাড়া টিজারে অসহায় নারী রূপে দেখা মিলেছে নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালকে। তবে হিংস্র মানব হিসেবে একঝলক দেখা দিলেন শহীদুজ্জামান সেলিম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজার দেখে শামিম আদনান নামের একজন লিখেছেন, ‘বস সব সময় আগুনের মতন এন্ট্রি নেবে। টিজারের যদি এমন হয়, মুভিটা যেন কি হয় অসাধারণ।’
বিশেষ করে ডায়ালগের কথা বলেছেন অনেকে। মজা করে জেআরএমআর রহিম লিখেছেন, ‘সত্যি, আরফান নিশোর ডায়লগ বাস্তব কথা বলছে, ‘জেলের দাগ একবার লাগলে জীবনটাই বরবাদ।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফর ন ন শ নত ন স ন ম
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ‘পরীক্ষা’য় ফেল স্পেনের ক্লাবগুলো
চ্যাম্পিয়নস লিগে গতকাল বুধবার রাতে গুরুত্বপূর্ণ এক ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে গেরে গেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২–১ গোলের এই হারে দুঃসময় পার করতে থাকা জাবি আলোনসোর দলের ওপর চাপ যেন আরও বাড়ল।
অন্য দিকে এই জয়ে সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস লিগে স্প্যানিশ ক্লাবগুলোর ওপর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আধিপত্যের বিষয়টি আরও নিরঙ্কুশ হলো।
চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমে স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয়ে ৯টিতেই জিতেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। হেরেছে শুধু একটি ম্যাচে।
আরও পড়ুনরিয়াল ও আলোনসোর দুর্দশা বাড়িয়ে বার্নাব্যুতে জিতল ম্যানচেস্টার সিটি১৩ ঘণ্টা আগেপ্রিমিয়ার লিগের ক্লাবগুলোর বিপক্ষে সফল হওয়া একমাত্র দল বার্সেলোনা। গত ১৮ সেপ্টেম্বর লিগ পর্বের ম্যাচে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে ২–১ গোলে হারায় তারা।
চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাই শুধু প্রিমিয়ার লিগের কোনো ক্লাবকে হারানোর স্বাদ পেয়েছে