জানুয়ারিতে ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্টে পয়েন্ট তালিকার শীর্ষে। মার্চেই পড়তে হলো ছিটকে!

নতুন সংস্করণে এবার শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগ। তাতে লিগ পর্বে রীতিমতো দাপট ছড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল আর্নে স্লটের দল। কিন্তু ইংলিশ ক্লাবটির যাত্রা পিএসজির নামের ‘রোডব্লক’-এর কারণে শেষ ষোলোর পর আর এগোতে পারল না।

আরও পড়ুনহলান্ডের হেড আর ভিনির ড্রিবলিং চুরি করতে চান আলভারেজ১ ঘণ্টা আগে

শেষ ষোলো ফিরতি লেগে গতকাল রাতে ঘরের মাঠে ১-০ গোলে হেরেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে ১-১ ব্যবধানে সমতায় ছিল দুই দল। টাইব্রেকারে পিএসজির কাছে ৪-১ গোলের হারে বিদায় নিতে হয় ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে। এই হারের পর দলটির কোচ স্লট বলেছেন, ইউরোপের অন্যতম সেরা দলে’র বিপক্ষে ‘খুব খুব দুর্ভাগা’ ছিল তাঁর দল। নতুন সংস্করণ নিয়েও স্লটের কোনো অভিযোগ নেই, ‘এই কাঠামো মেনে নিতে হবে।’

সেটা না হয় নিলেন স্লট। কিন্তু বাস্তবতাও তো অস্বীকার করা যায় না। চ্যাম্পিয়নস লিগের মতো কুলীন টুর্নামেন্টের এ নতুন কাঠামো নিয়ে এখন সমালোচনা হতে পারে। যে দলটি লিগ পর্বে রিয়াল মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড ও এসি মিলানকে হারিয়ে শীর্ষে উঠতে পারে, তাঁরা কি না শেষ ষোলোয় মুখোমুখি হলো এমন এক দলের, যাঁদের এই মঞ্চে উঠে আসতে প্লে–অফের লাইফ লাইনের ওপর নির্ভর করতে হয়েছে।

লিভারপুল কোচ আর্নে স্লট.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ