প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব নিজেদের ব্যাটিং ধসের ব্যাখ্যায় কী বলবে? আগের দিন যেই দলটা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ৪২২ রান তুলেছিল, সেই দলটাই পরের ম্যাচে মাত্র ১৫২ রানে অলআউট। আহামরি বোলিং হয়নি। বল হাতে কেউ উত্তাপও ছড়ায়নি। কিন্তু তারপরও প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের এই দুর্দশা।

লিজেন্ডস অব রূপগঞ্জ বুধবার (১২ মার্চ, ২০২৫) প্রাইম ব্যাংককে ৮ উইকেটে হারিয়েছে। বিকেএসপির-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক আগে ব্যাটিং করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায়। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রূপগঞ্জ ২৩.

২ ওভারে জয় তুলে নেয়। তাদের জয়ের নায়ক স্পিনার সাইফ হাসান। ১০ ওভারে ৩৭ রানে ৪ উইকেট নেন তিনি। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে নিজের মূল কাজে করেন মাত্র ১৬ রান। ওপেনিংয়ে নেমে তানজিদ হাসান ৪৯ বলে ৬৮ রান করেন ৭ চার ও ৫ ছক্কায়। সৌম্য সরকার ৪০ বলে ৫০ রান করেন ৫ চার ও ২ ছক্কায়। এছাড়া জয়ের ব্যাট থেকে আসে ১৪ রান।

সাইফের ৪ উইকেটের সঙ্গে বল হাতে তানজিম হাসান সাকিবও দ্যুতি ছড়িয়েছেন। ৩০ রানে পেয়েছেন ৩ উইকেট। প্রাইম ব্যাংকের ব্যাটিং ব্যর্থতার দিনে নাঈম শেখ ৮৩ বলে ৮১ রান করেন ৪ চার ও ৫ ছক্কায়। ২০ রান আসে শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরও পেরুতে পারেননি।

আরো পড়ুন:

মাহফুজুরের স্পিন বিষে নীল পারটেক্স

তামিমের আরেকটি সেঞ্চুরিতে মোহামেডানের সহজ জয়

প্রাইম ব্যাংকের এটি চার ম্যাচে দ্বিতীয় পরাজয়। অন্যদিকে রূপগঞ্জ সমান ম্যাচে তিন জয় নিয়ে চলে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।

তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।

আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগে

দিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।

এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার