ছবি: কবির হোসেন

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ ব্যাংকের সার্ভার ডাউন

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। ফলে ব্যাংকিং খাতে ইন্টারনেট ব্যাংকিং, আন্তঃব্যাংক লেনদেন, চেক ক্লিয়ারিং, স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার কারণে সার্ভার বিকেল ৪টার পর থেকে সচল নেই। যার ফলে চেক ক্লিয়ারিং, স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট এবং কার্ডভিত্তিক লেনদেন সবই ব্যাহত হচ্ছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি জানিয়েছেন।

আরো পড়ুন:

আদায়ের সম্ভাবনা না থাকা ঋণের আংশিক অবলোপনের অনুমতি 

চূড়ান্ত লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’

তিনি বলেন, “বিদ্যুৎ বিভ্রাট ও ভোল্টেজ ওঠানামার কারণে পুরো সিস্টেম বন্ধ হয়ে গিয়েছিল। বিকেল ৪টা থেকে এই সমস্যা শুরু হয়েছে। সব ধরনের আন্তঃব্যাংক লেনদেন আপাতত বন্ধ রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আইটি টিম কাজ করছে। কখন পুরোপুরি ঠিক হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আশা করছি শিগগিরই সমস্যাটি সমাধান হবে।”

এদিকে বিভিন্ন ব্যাংক গ্রাহকদের নোটিশের মাধ্যমে জানিয়েছে, “প্রযুক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের এনপিএসবি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সিস্টেমটি যত দ্রুত সম্ভব পুনরায় চালু করা হবে। আমরা দুঃখিত।”

ঢাকা/নাজমুল/সাইফ

সম্পর্কিত নিবন্ধ