স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
Published: 13th, March 2025 GMT
রাজশাহীতে নবম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জামাদুর ইসলাম (৩৮)। রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামে তার বাড়ি।
র্যাব জানায়, স্কুলে যাওয়া আসার পথে এক ছাত্রীকে উত্যক্ত করতো তোজাম্মেল হোসেন উজ্জ্বল ওরফে শ্রাবণ (২৭) নামের এক যুবক। গত ২২ জানুয়ারি জামাদুরের সহযোগিতায় ওই ছাত্রীকে চারঘাটের স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায় শ্রাবণ। তাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে শ্রাবণ ধর্ষণ করে।
পরে বিষয়টি জানতে পেরে দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। মামলার পর থেকেই জামাদুর পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা/কেয়া/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাঙামাটিতে চলছে ৩৬ ঘণ্টার হরতাল
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটাবৈষম্যের প্রতিবাদে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল চলছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৬টা থেকে এই হরতাল শুরু হয়।
কোটাবিরোধী ঐক্যজোটের ডাকা এই হরতালের সমর্থনে শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরুপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে ও সড়কে গাছের গুড়ি ফেলে পিকেটিং করছে আন্দোলনকারী। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজ শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশাসহ বন্ধ রয়েছে শপিংমল, দোকানপাট। রাঙামাটি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, পাশাপাশি বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস ও ৬ উপজেলার সাথে নৌ চলাচল।
হরতালের সমর্থনকারীরা জানায়, সরকারি নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এই আইন মানছে না। জেলা পরিষদ ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি এই কোটা মেনে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে চাচ্ছে। এটি একটি চরম বৈষম্য। এই বৈষম্যের প্রতিবাদে আমরা এই হরতাল কর্মসূচি পালন করছি। রাঙামাটির সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে।
উল্লেখ্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত শিক্ষা বিভাগের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত নিয়োগে কোটা বৈষম্যের অভিযোগ তুলে বুধবার বিকেলে শহরের একটি রোস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয় কোটাবিরোধী ঐক্যজোট।
ঢাকা/শংকর/এস