রাজশাহীতে নবম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জামাদুর ইসলাম (৩৮)। রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামে তার বাড়ি। 

র‌্যাব জানায়, স্কুলে যাওয়া আসার পথে এক ছাত্রীকে উত্যক্ত করতো তোজাম্মেল হোসেন উজ্জ্বল ওরফে শ্রাবণ (২৭) নামের এক যুবক। গত ২২ জানুয়ারি জামাদুরের সহযোগিতায় ওই ছাত্রীকে চারঘাটের স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায় শ্রাবণ। তাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে শ্রাবণ ধর্ষণ করে।

পরে বিষয়টি জানতে পেরে দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। মামলার পর থেকেই জামাদুর পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা/কেয়া/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বিজয় দিবসে বর্ণাঢ্য সামরিক ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পের আয়োজন

মহান বিজয় দিবসে সামরিক বাহিনী বর্ণাঢ্য ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পের আয়োজন করেছে। 

আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে এই নৈপুণ্য প্রদর্শন করা হবে।

আরো পড়ুন:

সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানাল সেনাবাহিনী

সুদানে সন্ত্রাসী হামলা: শান্তিরক্ষীদের মৃত্যুতে জিএম কাদেরের শোক

রবিবার (১৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর ভেরিফায়েড ফেসবুক পেজে এই খবর জানিয়ছে।

পোস্টে লেখা হয়েছে, “আগামী ১৬ ডিসেম্বর বেলা ১১টা ২৫ মিনিট থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাইটপাস্ট পরিচালনা করবে।”

“এ ছাড়াও সকাল ১১টা ৪০ মিনিট থেকে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা নিয়ে প্যারাজাম্প করবেন,” লেখা হয়েছে পোস্টে।

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর গৌরবময় বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে স্বাধীন দেশ হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ। বিজয়ের ৫৪ বছরে সামরিক বাহিনী এই কর্মসূচি আয়োজন করেছে।

ঢাকা/রাসেল

সম্পর্কিত নিবন্ধ