স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
Published: 13th, March 2025 GMT
রাজশাহীতে নবম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জামাদুর ইসলাম (৩৮)। রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামে তার বাড়ি।
র্যাব জানায়, স্কুলে যাওয়া আসার পথে এক ছাত্রীকে উত্যক্ত করতো তোজাম্মেল হোসেন উজ্জ্বল ওরফে শ্রাবণ (২৭) নামের এক যুবক। গত ২২ জানুয়ারি জামাদুরের সহযোগিতায় ওই ছাত্রীকে চারঘাটের স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায় শ্রাবণ। তাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে শ্রাবণ ধর্ষণ করে।
পরে বিষয়টি জানতে পেরে দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। মামলার পর থেকেই জামাদুর পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা/কেয়া/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পার্বত্য অঞ্চলের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ: পার্বত্য উপদেষ্টা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, “বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে পার্বত্য অঞ্চলের উন্নয়ন অপরিহার্য। এই বৈচিত্র্যময় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং মানুষের জীবনমান রক্ষা করে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের অডিটোরিয়ামে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, “বাংলাদেশে মাউন্টেইন নেই, আছে হিল—তাই নামও চট্টগ্রাম হিল ট্র্যাক্টস। তার ওপর এবার প্রতিপাদ্যে আবার যুক্ত হয়েছে ‘গ্ল্যাছিয়ারস’। এবারের প্রতিপাদ্য ‘Glaciers matter for water, food and livelihoods in mountains and beyond’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
তিনি পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে এই প্রতিপাদ্যকে অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করেন এবং রাজধানীতে এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
সুপ্রদীপ চাকমা বলেন, “দেশের ৬১ জেলার উন্নয়ন কাঠামোর সঙ্গে পার্বত্য অঞ্চলের পরিবেশগত বাস্তবতা এক নয়। পাহাড়ি মানুষের জীবন-জীবিকা তাদের নিজস্ব পরিবেশনির্ভর। যুগ যুগ ধরে তারা প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হয়েছে। কিন্তু প্রকৃতির জায়গায় কোনো কৃত্রিমতা চাপিয়ে দিলে সমস্যা তৈরি হয়।”
২০১৭ সালের ভয়াবহ ভূমিধসের উদাহরণ টেনে তিনি বলেন, “ইকো-ট্যুরিজম নষ্ট করার অধিকার কারো নেই।”
কাপ্তাই লেকের সৌন্দর্য নষ্ট হওয়ার জন্য সাম্প্রতিক সময়ের নানা অসচেতনতা দায়ী বলেও উল্লেখ করেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস।
প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম এবং বিআইবিএম-এর সাসটেইনেবল ফিন্যান্স বিশেষজ্ঞ খোন্দকার মোরশেদ মিল্লাত।
অনলাইনে যুক্ত হয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আইসিমোডের সিনিয়র ইন্টারভেনশন ম্যানেজার ড. মোহাম্মদ ফারুক আজম।
আলোচনা পর্বে অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, যুগ্মসচিব অতুল সরকার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নাজমুল হুদা এবং খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শহীদুল ইসলাম সুমনসহ অন্যান্য অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক পর্বত দিবসের তাৎপর্য তুলে ধরে মতামত প্রদান করেন।
ঢাকা/এএএম/এসবি