রাজশাহীতে নবম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জামাদুর ইসলাম (৩৮)। রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামে তার বাড়ি। 

র‌্যাব জানায়, স্কুলে যাওয়া আসার পথে এক ছাত্রীকে উত্যক্ত করতো তোজাম্মেল হোসেন উজ্জ্বল ওরফে শ্রাবণ (২৭) নামের এক যুবক। গত ২২ জানুয়ারি জামাদুরের সহযোগিতায় ওই ছাত্রীকে চারঘাটের স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায় শ্রাবণ। তাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে শ্রাবণ ধর্ষণ করে।

পরে বিষয়টি জানতে পেরে দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। মামলার পর থেকেই জামাদুর পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা/কেয়া/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে টাঙ্গাইলের কান্দিলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

আরো পড়ুন:

সড়ক দুর্ঘটনায় শিমুল বিশ্বাসসহ আহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪

নিহতরা হলেন- ট্রাক চালক শেরপুরের সোহেল এবং মুরগির পাইকার টাঙ্গাইল মির্জাপুরের আমিনুর।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের এসআই কামরুল হাসান জানান, রাতে জামালপুর থেকে ঢাকাগামী একটি হাঁস-মুরগি ও চাল বোঝাই ট্রাক সামনে থাকা কার্ভাড ভ্যানেকে পেছনে থেকে ধাক্কা দেয়। এসময়  ট্রাকটির চালক এবং হাঁস-মুরগির পাইকার নিহত হন। আহত হন তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ