স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
Published: 13th, March 2025 GMT
রাজশাহীতে নবম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জামাদুর ইসলাম (৩৮)। রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামে তার বাড়ি।
র্যাব জানায়, স্কুলে যাওয়া আসার পথে এক ছাত্রীকে উত্যক্ত করতো তোজাম্মেল হোসেন উজ্জ্বল ওরফে শ্রাবণ (২৭) নামের এক যুবক। গত ২২ জানুয়ারি জামাদুরের সহযোগিতায় ওই ছাত্রীকে চারঘাটের স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায় শ্রাবণ। তাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে শ্রাবণ ধর্ষণ করে।
পরে বিষয়টি জানতে পেরে দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। মামলার পর থেকেই জামাদুর পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা/কেয়া/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শিশু কেন স্কুলে যেতে চায় না
স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষা প্রায় শেষ। শুরু হবে নতুন ক্লাসে ভর্তির প্রক্রিয়া। আবার এবারই হয়তো অনেক শিশু প্রথমবারের মতো স্কুলে ভর্তি হতে যাচ্ছে। স্কুল মানেই শিশুদের হইচই, কলরব আর দৌড়ঝাঁপ। কিন্তু ব্যতিক্রমও আছে। অনেক শিশুই স্কুলে যেতে অনীহা প্রকাশ করে। স্কুলে ঢুকতে বা ক্লাসে গিয়ে বসতেই চায় না। কান্নাকাটি করে। যেসব শিশু নতুন স্কুলে ভর্তি হচ্ছে তাদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা গেলেও অন্যদের যে হয় না, তা নয়। শিশু কেন স্কুলে যেতে চাইছে না, কারণগুলো বুঝে সে মতো ব্যবস্থা নিলে স্কুলের সময়টা আরও আনন্দময় হয়ে উঠবে।
যে শিশু আজ স্কুলে যাওয়া শুরু করছে, তাকে পরবর্তী বছরগুলোতে পড়াশোনার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। তাই এ সময়েই শিশুটিকে এসব বিষয়ে প্রস্তুত করতে হবে।
যে শিশুরা স্কুলে যেতে চায় না, তারা স্কুলে না যাওয়ার জন্য নানা রকম বাহানা দেখায়। অনেকে কান্নাকাটি করে। সাধারণত তারা স্কুল থেকে পালিয়ে কোথাও যায় না। বাসায় থাকতে চায়। তবে পড়ালেখায় অনাগ্রহই শিশুর স্কুলভীতির একমাত্র কারণ নয়। বেশির ভাগ ক্ষেত্রেই স্কুলের পরিবেশ, সহপাঠীদের আচরণ, সামাজিক সমস্যা (যেমন বুলিং), এমনকি অভিভাবকের দৃষ্টিভঙ্গিও শিশুর স্কুলভীতির কারণ হয়ে উঠতে পারে।
শিশু স্কুলে গিয়ে বন্ধুর অভাবে আছে কি না সেটা খেয়াল রাখা জরুরি