স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
Published: 13th, March 2025 GMT
রাজশাহীতে নবম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জামাদুর ইসলাম (৩৮)। রাজশাহীর চারঘাট উপজেলার সাদিপুর গ্রামে তার বাড়ি।
র্যাব জানায়, স্কুলে যাওয়া আসার পথে এক ছাত্রীকে উত্যক্ত করতো তোজাম্মেল হোসেন উজ্জ্বল ওরফে শ্রাবণ (২৭) নামের এক যুবক। গত ২২ জানুয়ারি জামাদুরের সহযোগিতায় ওই ছাত্রীকে চারঘাটের স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায় শ্রাবণ। তাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে শ্রাবণ ধর্ষণ করে।
পরে বিষয়টি জানতে পেরে দুজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা। মামলার পর থেকেই জামাদুর পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে।
ঢাকা/কেয়া/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
অভিনয় ছেড়ে ধর্মে মনোযোগী অভিনেত্রী
শোবিজ অঙ্গনের অনেক তারকাই ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে ধর্মে মনোযোগী হয়েছেন। এ তালিকায় এবার যুক্ত হলেন ভারতের দক্ষিণী সিনেমার প্রবীণ অভিনেত্রী তুলসী। তামিল, তেলেগু ও কন্নড় চলচ্চিত্রে মমতাময়ী মায়ের চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত এই শিল্পী আনুষ্ঠানিকভাবে সিনেমা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, দশকের পর দশক ধরে অসংখ্য গুরুত্বপূর্ণ সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী তুলসী। হঠাৎ ভক্তদের চমকে দিয়ে এ অভিনেত্রী ঘোষণা দিয়েছেন—সিনেমা ছেড়ে সাই বাবার সেবায় জীবন উৎসর্গ করতে চান।
আরো পড়ুন:
ডিম্বাণু সংরক্ষণ: কটাক্ষের মুখে নীরবতা ভাঙলেন রাম চরণের স্ত্রী
বারাণসী: বাজেট ১৮০৩ কোটি, প্রচারে ব্যয় ২৭৭ কোটি টাকা!
৫৮ বছর বয়েসি তুলসী তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “আগামী ৩১ ডিসেম্বর শিরডি দর্শনের মাধ্যমে আমি নিজেকে শুভ অবসর জানাচ্ছি। সাইনাথার সঙ্গে শান্তিতে আমার পথচলা চালিয়ে যাব। সাইরামের জীবন শিখতে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ।” যদিও পরবর্তীতে এই পোস্ট মুছে ফেলেন এই অভিনেত্রী। কেন এটি মুছে ফেলেছেন, সে বিষয়ে কিছু জানাননি তুলসী।
তুলসীর চলচ্চিত্র ক্যারিয়ার নিঃসন্দেহে অনন্য। ১৯৬৭ সালে তেলেগু ভাষার ‘ভারিয়া’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। ১৯৭৩ সালে কে. বালাচন্দারের ক্ল্যাসিক ঘরানার ‘আরঙ্গগেট্রাম’ সিনেমার মাধ্যমে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘সীতামালক্ষ্মী’ (১৯৭৮), ‘শঙ্করাভরনম’ (১৯৭৯), ‘মুদ্দা মান্দারাম’ (১৯৮১)–এর মতো যুগান্তকারী সিনেমায় অভিনয় করেন তুলসী।
পরবর্তীতে স্নেহময়ী মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তুলসী। ভারতীয় সিনেমার বহু কিংবদন্তি অভিনয়শিল্পীর সঙ্গে পর্দা ভাগ করেছেন। এ তালিকায় রয়েছেন—কমল হাসান, রজনীকান্ত, মোহনলাল, চিরঞ্জীবী, বিজয় সেতুপতি, থালাপাতি বিজয় প্রমুখ। তার অভিনীত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘মিস্টার পারফেক্ট’, ‘শ্রীমানথুড়ু’, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘মহানটি’, ‘ডিয়ার কমরেড’ প্রভৃতি।
ঢাকা/শান্ত