বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ২০২১ সালে দ্বিতীয় সংসারের ইতি টানেন। তারপর গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। এজন্য দ্বিতীয় সংসার ভেঙেছে তার। এরপর আমির-সানার বিষয়টি চাপা পড়ে যায়।   

কিছুদিন আগে গুঞ্জন চাউর হয়, বেঙ্গালুরুর রহস্যময়ী এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির খান। এ নিয়ে চর্চা শুরু হলেও নীরব ছিলেন ‘দঙ্গল’ তারকা। অবশেষে নতুন প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন তিনি। আমির জানিয়েছেন, তার নতুন প্রেমিকার নাম গৌরি স্প্রাট।

একষট্টিতে পা রাখার পূর্ব মুহূর্তে নতুন প্রেমের কথা স্বীকার করলেও প্রেমিকার পরিচয় জানাননি। তবে ভারতীয় একাধিক গণমাধ্যম গৌরির বিষয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। চলুন জেনে নিই গৌরিকে— 

আরো পড়ুন:

দেব মুখার্জি মারা গেছেন

‘মাধুরী দীক্ষিত দ্বিতীয় শ্রেণির তারকা’

গৌরি স্প্রাট কে
গৌরি স্প্রাট ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা। তার মা তামিল। কিন্তু বাবা আইরিশ। তার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা। যুক্তরাজ্যের লন্ডনে ফ্যাশন অ্যান্ড স্টাইলিং বিষয়ে পড়াশোনা করেছেন গৌরি। হেয়ার ড্রেসিংয়ের কাজও করেন তিনি। মুম্বাইয়ে একপি সেলুন পরিচালনা করেন গৌরি। এখন আমির খানের প্রোডাকশন হাউজে কাজ করছেন। গৌরির ৬ বছর বয়সি একটি পুত্রসন্তান রয়েছে। 

আমির-গৌরির প্রেম
গৌরি স্প্রাটকে দীর্ঘ ২৫ বছর ধরে চেনেন আমির খান। তবে তারা ডেট করছে এক বছরের বেশি সময় ধরে। সম্প্রতি গৌরিকে দেখতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন আমির খান। কিন্তু পুরো ব্যাপারটি আড়ালে রাখার চেষ্টা করেন ‘দঙ্গল’ তারকা। পরে মজা করে আমির খান বলেন, “আমি কাউকে বিষয়টি জানতে দিইনি।”   

আমির খান তার পরিবারের সদস্যদের সঙ্গে গৌরিকে পরিচয় করিয়ে দিয়েছেন। তার পরিবার ও সন্তানেরা তাকে সমর্থন করেছেন। শুধু তাই নয়, শাহরুখ খান, সালমান খানের সঙ্গেও গৌরিকে পরিচয় করিয়ে দিয়েছেন আমির। 

গৌরি-আমিরের বয়সের ব্যববধান
১৯৬৫ সালের ১৪ মার্চ তৎকালীন বোম্বেতে (মুম্বাই) তাহির হোসেন-জিনাত হোসেন দম্পতির ঘর আলো করে জন্ম নেন আমির খান। শুক্রবার (১৪ মার্চ) ষাট পূর্ণ করে একষট্টিতে পা দিতে যাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট। অন্যদিকে, ১৯৭৮ সালের ২১ আগস্ট জন্মগ্রহণ করেন গৌরি স্প্রাট। তার বয়স এখন ৪৬ বছর ৬ মাস। আমির খানের চেয়ে প্রায় ১৪ বছরের ছোট গৌরি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, সিয়াসাত ডটকম

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র খ ন ন আম র খ ন

এছাড়াও পড়ুন:

ওভারটাইম ভাতা চায় পুলিশ

নির্ধারিত আট কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে ওভারটাইম ভাতা চালু করার দাবি জানিয়েছে পুলিশ। এ ছাড়া অভিযান এবং অজ্ঞাত লাশ ব্যবস্থাপনায় সরকারি বরাদ্দ চেয়েছে। সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের প্রস্তাব করেছে। গতকাল বুধবার পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে সন্ধ্যায় রাজারবাগে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এসব দাবি তুলেছেন কর্মকর্তারা।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বৈঠকে বলেন, পুলিশকে প্রতিনিয়ত নির্ধারিত আট কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। এর বিনিময়ে কোনো ওভারটাইম ভাতা পান না। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সরকার নির্ধারিত আট কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ওভারটাইম ভাতা চালু করার প্রস্তাব করেন।

পুলিশ সদরদপ্তরের একজন সহকারী মহাপরিদর্শক (এআইজি) পদমর্যাদার কর্মকর্তা সেখানে বলেন, সরকারি আবাসন পরিদপ্তরের বাসা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বরাদ্দ দেওয়া হয়। পুলিশ পায় না। আবাসন সংকট রয়েছে। এই সংকট নিরসনে আবাসন পরিদপ্তরের বাসা পুলিশকে বরাদ্দ দেওয়ার কথা বলেন।

সভায় ঢাকার এসপি আনিসুজ্জামান বলেন, মামলা তদন্তে যে অর্থ বরাদ্দ, তা অপ্রতুল। কোনো মামলা তদন্তে সরকারি বরাদ্দের চেয়েও অতিরিক্ত অর্থ ব্যয় হয়। মামলা তদন্তে সরকারি অর্থ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন তিনি।

সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তাঁর ইউনিটে জনবল বৃদ্ধির প্রস্তাব দেন। এ ছাড়া সিআইডির পক্ষ থেকে সভায় প্রতিটি জেলায় ডিজিটাল ল্যাব স্থাপনের কথা বলা হয়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এতে সভাপতিত্ব করেন আইজিপি ড. বাহারুল আলম।

সম্পর্কিত নিবন্ধ