হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। আজ সকালে বুকে তীব্র ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় এই সুরকার, সংগীত পরিচালক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার পর বাড়ি ফিরেছেন রাহমান।
রাহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তবে কিছু রুটিন চেকআপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে রাহমানকে। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রাহমান।
শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন।
এ আর রাহমান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত