Prothomalo:
2025-05-01@05:16:04 GMT

বাড়ি ফিরলেন এ আর রাহমান

Published: 16th, March 2025 GMT

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। আজ সকালে বুকে তীব্র ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতীয় এই সুরকার, সংগীত পরিচালক। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার পর বাড়ি ফিরেছেন রাহমান।

রাহমানের অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তবে কিছু রুটিন চেকআপ করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে রাহমানকে। চিকিৎসকেরা জানিয়েছেন, সম্ভবত শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন রাহমান।

শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখন থেকেই শারীরিক অস্বস্তির কথা জানাচ্ছিলেন।

এ আর রাহমান। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ