জয়পুরহাটের কালাই উপজেলার বলিগ্রাম পশ্চিমপাড়া বড়পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধারের পর এটি হত্যাকাণ্ড ছিল বলে জানিয়েছে পুলিশ। বাবাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেন ছেলে শাহীন মণ্ডল (৩৮)। ঘটনার পর থেকে নজরদারিতে রেখে শনিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। থানায় জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাতে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার শাহীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। 

পুলিশ জানিয়েছে, নিহত বৃদ্ধ রজ্জব আলী (৬০) ভ্যানচালক ও পুকুর পাহারাদার (নাইটগার্ড) ছিলেন। গত ২১ ডিসেম্বর রাতে তিনি বাড়িতে খাবার খেয়ে পুকুর পাহারা দিতে যান। ২২ ডিসেম্বর কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার পথে বৃদ্ধের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। সে সময় পরিবারের লোকজন ও স্থানীয় লোকজনের ধারণা ছিল, শীতের রাতে বৃদ্ধ পানিতে পড়ে যাওয়ার মৃত্যু হয়েছে। সে সময় কালাই থানায় অপমৃত্যু মামলা করা হয়। বৃদ্ধের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় পুলিশের সন্দেহ হলে ময়নাতদন্তের জন্য আবেদন করলে আদালত লাশ উত্তোলনের আদেশ দেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। রজ্জব আলীর মৃত্যু স্বাভাবিক নয়, এটি হত্যাকাণ্ড বলে জানতে পারে তারা। এ ঘটনায় নিহত বৃদ্ধের স্ত্রী বাদী হয়ে গত ১০ ফেব্রুয়ারি কালাই থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি গুরুত্ব দিয়ে থানাকে তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তদন্তের একপর্যায়ে পুলিশ নিশ্চিত হয়, হত্যার পেছনে বৃদ্ধের বড় ছেলে শাহীনের হাত রয়েছে।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, বাবার প্রতি দীর্ঘদিনের ক্ষোভ থেকেই ছেলে শাহীন পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন। এ ঘটনা দুর্ঘটনা বলে চালিয়ে দিতে লাশ পুকুরে ফেলে দেন তিনি। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করলে বাবাকে হত্যা করার কথা স্বীকার করেন। তাঁকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ছেলে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তদন ত র

এছাড়াও পড়ুন:

বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম

উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।

এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে  ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ