নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশ থেকে সাদ্দাম হোসেন নামে তিন বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের বিলপাড় এলাকার এক পরিত্যক্ত জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শিশু সাদ্দাম। সে বিলপাড় এলাকার প্রবাসী আমজাদ হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অর্ধগলিত লাশটি সেখানে ফেলে গেছে। লাশের শরীরে ফুলে পচন ধরে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবার সঙ্গে তার মায়ের বিচ্ছেদের পর আরেক প্রবাসীর সঙ্গে তাঁর বিয়ে হয়। বর্তমানে ছেলেকে নিয়ে ওই নারী তাঁর বাবার বাড়িতে থাকেন। বৃহস্পতিবার দুপুরে শিশুটি নিখোঁজ হলে নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। আজ সকালে বাড়ির পাশে পরিত্যক্ত একটি জায়গায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আবদুল হান্নান বলেন, ‘এইটুকু শিশুর তো কোনো শত্রু থাকতে পারে না। কেউ হয়তো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শিশুটিকে বলির পাঠা বানিয়েছে। সব বিষয় আমলে নিয়েই তদন্ত শুরু হয়েছে। সাধারণ ডায়েরিটি এখন হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ