বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, তহবিল সংকটের কারণে ২০২৫ সালের জুনের মধ্যে আফগানিস্তানে তাদের পরিচালিত ৮০ শতাংশ স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।

ডব্লিউএইচও জানায়, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহায়তা কমানোয় ইতোমধ্যে ১৬৭টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে আফগানিস্তানে। জরুরি পদক্ষেপ না নিলে আরও ২২০টির বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে যাবে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে ১৮ লাখের বেশি আফগান নাগরিক, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। 
ডব্লিউএইচও আফগানিস্তানের প্রধান এডউইন সেনিজা সালভাদর বলেন, এটি শুধু অর্থসংকট নয়, এটি একটি মানবিক বিপর্যয়, যা দেশটির স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি বিপন্ন করবে। তালেবান সরকার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা জাতিসংঘ ও দাতাদের সহায়তার ওপর অনেকাংশে নির্ভরশীল। এএফপি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আফগ ন স ত ন আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ