টপ অর্ডারের ব্যাটিং আর রশিদের স্পিনে আশা গুজরাটের
Published: 19th, March 2025 GMT
আরও একটা আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ থেকে, আরও একবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের উন্মাদনায় মাতবে ক্রিকেট বিশ্ব। ১০ দলের এই আসরে এবার শিরোপা জিতবে কারা? টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা...
অধিনায়ক: শুবমান গিল
কোচ: আশিস নেহরা
শিরোপা: ১টি (২০২২)
স্কোয়াড: ২৫ জন
ভারতীয়: ১৮ জন
বিদেশি: ৭ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রশিদ খান, শুবমান গিল, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া
নিলামে কেনা: জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শেরফান রাদারফোর্ড, জেরাল্ড কোয়েটজি, গ্লেন ফিলিপস, সাই কিশোর, মহিপাল লোমরর, গুরনুর ব্রার, আরশাদ খান, করিম জানাত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, নিশান্ত সিন্ধু, মানব সুতার, অনুজ রাওয়াত, কুলবন্ত খেজরোলিয়া
● গুজরাটের টপ অর্ডার শক্তিশালী। শুবমান গিলের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে আইপিএল ইতিহাসের অন্যতম সেরা তারকা জস বাটলারকে। গত ৭ মৌসুম ধরে রাজস্থান রয়্যালসে খেলা এই ক্রিকেটারকে ১৫ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে গুজরাট। তিনে খেলতে পারেন গত মৌসুমে ৫২৭ রান করা সাই সুদর্শন।
শুবমান গিলের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে জস বাটলারকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু
রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।
তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।
এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।