দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া প্রতিবেশী দেশ। আফ্রিকার মহাদেশের সর্ব দক্ষিণের দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির উত্তর-পশ্চিম সীমান্তে অবস্থান নামিবিয়ার। প্রতিবেশীদের মতো ঝলমলে না হলেও নামিবিয়ার ক্রিকেট ইতিহাসও ফেলনা নয়। দুই দেশের সামাজিক-সাংস্কৃতিক মিলও আছে অনেক। খেলোয়াড়দের নামের মিলও আছে বেশ। মাঝেমধ্যে তো দেশের নাম উল্লেখ না করলে বিভ্রান্তিতে পড়তে হয়।

সর্বশেষ যেমন হচ্ছে ফাফ ডু প্লেসিকে নিয়ে। ফাফ ডু প্লেসি বলতে এত দিন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককেই জেনে এসেছেন যাঁরা, তাঁদের জন্য দুঃসংবাদ। এখন থেকে ফাফ ডু প্লেসি নামটা শুধুই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের নয়, নামিবিয়ারও। ফাফ ডু প্লেসি যে নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হয়েছেন!

হেঁয়ালি নয়, যা পড়েছেন, ঠিকই পড়েছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব খেলতে নামিবিয়া যে দল ঘোষণা করেছে, সেই দলের অধিনায়কের নাম ফাফ ডু প্লেসি। মিল আছে আরও, দুই ফাফ ডু প্লেসিই ব্যাট করেন ডান হাতে, দুজনই লেগ ব্রেক বোলার। তবে ৪০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসি মূলত ব্যাটসম্যান, কালেভদ্রে করেছেন বল। অন্যদিকে ১৭ বছর বয়সী ফাফ ডু প্লেসি মূলত বোলার, ব্যাট করেন লোয়ার অর্ডারে।

নামিবিয়ার ফাফ ডু প্লেসি মূলত লেগ স্পিনার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ